Movie Budget: নির্মাণ খরচ কারুর ৫০০ কোটি, কারুর আবার ৩০০, ভারতের বুকে সব থেকে দামি ৬ ছবির খোঁজ

Top 6 Movie: কেউ দেখেছে বিস্তর লাভের মুখ, কেউ আবার সুপার ফ্লব, তবে লাভের আশায় বিপুল অঙ্কের টাকা ঢেলে তৈরি ভারতের টপ ছয় ছবি।

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 03, 2022 | 5:41 PM

1 / 6
আরআরআর- ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ছবি। মূলত তেলেগু ভাষায় তৈরি এই ছবি, যা সর্বভারতীয় স্তরে জনপ্রিয় হয়। মুক্তি পেয়েছিল মোট ৫টি ভাষায়। ছবির বাজেট ছিল ৫৫০ কোটি টাকা।

আরআরআর- ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ছবি। মূলত তেলেগু ভাষায় তৈরি এই ছবি, যা সর্বভারতীয় স্তরে জনপ্রিয় হয়। মুক্তি পেয়েছিল মোট ৫টি ভাষায়। ছবির বাজেট ছিল ৫৫০ কোটি টাকা।

2 / 6
২.০- অক্ষয় কুমার অভিনীত ছবি ২.০ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছবির মোট বাজেট ছিল ৫০০ কোটি টাকা। বক্স অফিসে ভাল আয় করে ছবি।

২.০- অক্ষয় কুমার অভিনীত ছবি ২.০ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছবির মোট বাজেট ছিল ৫০০ কোটি টাকা। বক্স অফিসে ভাল আয় করে ছবি।

3 / 6
সাহো- প্রভাস অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, শ্রদ্ধা কাপুরও অভিনয় করেছিলেন এই ছবিতে। ছবির মোট বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। যা বক্স অফিসে ঝড় তুলেছিল।

সাহো- প্রভাস অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, শ্রদ্ধা কাপুরও অভিনয় করেছিলেন এই ছবিতে। ছবির মোট বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। যা বক্স অফিসে ঝড় তুলেছিল।

4 / 6
থাগস অব হিন্দুস্তান- ২০১৮ মুক্তি পেয়েছিল এই ছবি। আমির খান অভিনীত এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছি। তবে ছবি তৈরি করতে বাজেট নির্ধারিত হয়েছিল ৩১০ কোটি টাকা।

থাগস অব হিন্দুস্তান- ২০১৮ মুক্তি পেয়েছিল এই ছবি। আমির খান অভিনীত এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছি। তবে ছবি তৈরি করতে বাজেট নির্ধারিত হয়েছিল ৩১০ কোটি টাকা।

5 / 6
রাধে শ্যাম- ২০২২ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। প্রভাস অভিনীত সাম্প্রতিককালে  একমাত্র ফ্লপ ছবি। তবে এই ছবি তৈরি করতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। তবে তা বিপুল অঙ্কের ক্ষতির মুখ দেখে।

রাধে শ্যাম- ২০২২ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। প্রভাস অভিনীত সাম্প্রতিককালে একমাত্র ফ্লপ ছবি। তবে এই ছবি তৈরি করতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। তবে তা বিপুল অঙ্কের ক্ষতির মুখ দেখে।

6 / 6
সে রা নরসিমা রেড্ডি- ২০১৯ সালে মুক্তি পেয়েছে এই ছবি। যার মোট বাটে ছিল ২৭০ কোটি টাকা। মূলত তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি।

সে রা নরসিমা রেড্ডি- ২০১৯ সালে মুক্তি পেয়েছে এই ছবি। যার মোট বাটে ছিল ২৭০ কোটি টাকা। মূলত তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি।