চোখের থেকে শুরু করে ঠোঁটের মেকআপ এদিক থেকে ওদিক হলে চলবে না। কিন্তু নেলপলিশ! সুন্দর ম্যানিকিওর করা নখে প্রিয় রঙের খেলা, কার না ভাল লাগে!
প্রতিবছরই মেকআপ, ফ্যাশন সবকিছুর পরিবর্তন হয়। তাতে যোগ হয়ছে নখের যত্ন ও ট্রেন্ডি নেল কালার। এবছর ব্যতিক্রম নয়। ম্যাট শেড ও গ্লসি শেডের নানান নেল কালার এখন বেশ ট্রেন্ডি।
কোন কোন কালার এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয়, কোনটি এই উত্সবের মরসুমে মানানসই, তা জেনে নিন...
মুডি ব্লুজ- শরতের মরসুমে উষ্ণ লাল, কমলা ও ওয়াইন নেল কালাল বেশ মানানসই। তবে ক্রিমি কর্নফ্লাওয়ার ব্লু থেকে ডার্কার মিডনাইট শেডও এই বছরে ঝড় তুলতে পারে।
ফরেস্ট গ্রিন- এবছরের রঙের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েথে সবুজ রঙ। কেইলি, ইলেকট্রিক ও সাধারণত স্লাইম-ওয়াই গ্রিন এই গ্রীষ্মের জন্য পারফেক্ট। তবে ন্যাচারাল শেডের জন্য পাইন, মস, বেসিলের নেল কালারও বেশ নজরকাড়া।
নেট ন্যাচারাল- ন্যুড ম্যানিকিওর চিরকালের জন্য ক্লাসিক লুক। যে কোনও ঋতুতে, যে কোনও পোশাকের সঙ্গে এই ন্যাচারল লুক বেশ মানানসই। ত্বকের রঙের সঙ্গে এই ন্যুড ম্যানিকিওর দারুণ যায়। তবে অভিনবত্ব আনতে ম্য়াট টপ কোট দিতে পারেন।
রয়্যাল পার্পল- ডার্ক ম্যানিকিওর ও সৌন্দর্যের এক আলাদা গুণ। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে ডার্ক ম্যানিকিওর একটি বিকল্প ও অভিনব সৌন্দর্য। গাঢ় বেগুনি টোনগুলি বোল্ড লুক আনতে সহায়তা করে।
ক্যাফে কালার- বাদামী রঙ সবসময়ই ন্যুড ও নিউট্রাল একটি শেড। উত্সবের মরসুমে এই ধরনের ম্যানিকিউর আপনাকে সৌন্দর্যের দিক থেকে পরিণত করে। ক্যাফের কালারের প্রতিটি শেড নখের মধ্যে এক বৈচিত্র তৈরি করতে সক্ষম।