
প্রত্যেক বছরের মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস পালন করা হয়। এ বছর মাদার্স ডে পড়েছে ১১ মে। যদিও মায়েদের আলাদা একটা দিন উদযাপন করে গুরুত্ব বোঝানো যায় না। কারণ সকলের জীবনে মায়ের আলাদা ভূমিকা রয়েছে। (ছবি-ক্যানভা)

তারপরও জন্মদিন, বিবাহবার্ষিকী যে ভাবে পালন করা হয়, তেমনই মাদার্স ডে-ও পালিত হয়। এমন দিনে মা-কে কিছু উপহার দেওয়ার কথা ভাবছেন অথচ বুঝতে পারছেন না কী দেবেন, এখানে রইল মাদার্স ডে-তে মা-কে গিফ্ট দেওয়ার কিছু আইডিয়া। (ছবি-ক্যানভা)

আপনার মা যদি ঘরদোর গোছাতে পছন্দ করেন, তা হলে ঘর সাজানোর কিছু জিনিস দিতে পারেন। এই তালিকায় থাকতে পারে গাছ, ফুলের টব বা শো-পিসও। (ছবি-ক্যানভা)

আপনার মা যদি প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন, বা আপনি যদি চান মা-কে আপডেটেড রাখতে, তা হলে মাদার্স ডে-তে মায়ের জন্য বেছে নিতে পারেন কোনও ইলেকট্রনিক প্রোডাক্ট। যেমন - ব্লুটুথ, ইয়ারপড, ইয়ারবাড। (ছবি-ক্যানভা)

ত্বকের পরিচর্চা করা যদি আপনার মায়ের পছন্দের হয়, তা হলে মাদার্স ডে-তে মায়ের হাতে একটা স্কিনকেয়ার প্রোডাক্টের প্যাক তুলে দিতে পারেন। এ ছাড়া ফাউন্ডেশন, ফেস পাওডার, লিপস্টিক থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটি নজরকাড়া মেকআপ কিটও দিতে পারেন। (ছবি-ক্যানভা)

মা যদি গয়না পরতে পছন্দ করে, তা হলে অল্প দামে কিছু সোনার গয়নাও দিতে পারেন। মাদার্স ডে উপলক্ষ্যে একাধিক নামকরা সোনার গয়নার দোকানে ছাড় দেওয়া হয়। (ছবি-ক্যানভা)

মায়ের যদি ফুল পছন্দ হয়, তা হলে সকাল সকাল তাজা ফুল মায়ের হাতে তুলে দিয়ে মন জিতে নিতে পারেন। এ ছাড়া শাড়ি বা অন্য কোনও পোশাক এবং কার্ডও মাকে গিফ্ট হিসেবে দিতে পারেন। (ছবি-ক্যানভা)

মাদার্স ডে-তে মাকে যদি অন্যরকম অনুভূতি দিতে চান, তা হলে মায়ের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন। এই ধরুন মাকে রান্না করতে না দিয়ে নিজে রান্না করলেন। সম্ভব হলে মা-কে নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। একসঙ্গে কোনও সিনেমাও দেখা যেতে পারে। (ছবি-ক্যানভা)