Mother’s Day Gift Idea: মাদার্স ডে-তে মাকে সময় দেওয়ার পাশাপাশি দিতে পারেন এই সকল গিফ্ট, মুখে হাসি ফুটবেই

Mothers Day 2025: প্রত্যেক বছরের মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস পালন করা হয়। এ বছর মাদার্স ডে পড়েছে ১১ মে। মায়েদের আলাদা একটা দিন উদযাপন করে গুরুত্ব বোঝানো যায় না। কারণ সকলের জীবনে মায়ের আলাদা ভূমিকা রয়েছে। তারপরও একটি বিশেষ দিন হিসেবে মাদার্স ডে পালিত হয়। এমন দিনে মা-কে গিফ্ট দিতে চাইছেন অথচ বুঝতে পারছেন না কী দেবেন, তাঁদের জন্য রইল এই প্রতিবেদন।

May 10, 2025 | 7:20 PM

1 / 8
প্রত্যেক বছরের মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস পালন করা হয়। এ বছর মাদার্স ডে পড়েছে ১১ মে। যদিও মায়েদের আলাদা একটা দিন উদযাপন করে গুরুত্ব বোঝানো যায় না। কারণ সকলের জীবনে মায়ের আলাদা ভূমিকা রয়েছে। (ছবি-ক্যানভা)

প্রত্যেক বছরের মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস পালন করা হয়। এ বছর মাদার্স ডে পড়েছে ১১ মে। যদিও মায়েদের আলাদা একটা দিন উদযাপন করে গুরুত্ব বোঝানো যায় না। কারণ সকলের জীবনে মায়ের আলাদা ভূমিকা রয়েছে। (ছবি-ক্যানভা)

2 / 8
তারপরও জন্মদিন, বিবাহবার্ষিকী যে ভাবে পালন করা হয়, তেমনই মাদার্স ডে-ও পালিত হয়। এমন দিনে মা-কে কিছু উপহার দেওয়ার কথা ভাবছেন অথচ বুঝতে পারছেন না কী দেবেন, এখানে রইল মাদার্স ডে-তে মা-কে গিফ্ট দেওয়ার কিছু আইডিয়া। (ছবি-ক্যানভা)

তারপরও জন্মদিন, বিবাহবার্ষিকী যে ভাবে পালন করা হয়, তেমনই মাদার্স ডে-ও পালিত হয়। এমন দিনে মা-কে কিছু উপহার দেওয়ার কথা ভাবছেন অথচ বুঝতে পারছেন না কী দেবেন, এখানে রইল মাদার্স ডে-তে মা-কে গিফ্ট দেওয়ার কিছু আইডিয়া। (ছবি-ক্যানভা)

3 / 8
আপনার মা যদি ঘরদোর গোছাতে পছন্দ করেন, তা হলে ঘর সাজানোর কিছু জিনিস দিতে পারেন। এই তালিকায় থাকতে পারে গাছ, ফুলের টব বা শো-পিসও। (ছবি-ক্যানভা)

আপনার মা যদি ঘরদোর গোছাতে পছন্দ করেন, তা হলে ঘর সাজানোর কিছু জিনিস দিতে পারেন। এই তালিকায় থাকতে পারে গাছ, ফুলের টব বা শো-পিসও। (ছবি-ক্যানভা)

4 / 8
আপনার মা যদি প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন, বা আপনি যদি চান মা-কে আপডেটেড রাখতে, তা হলে মাদার্স ডে-তে মায়ের জন্য বেছে নিতে পারেন কোনও ইলেকট্রনিক প্রোডাক্ট। যেমন - ব্লুটুথ, ইয়ারপড, ইয়ারবাড। (ছবি-ক্যানভা)

আপনার মা যদি প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন, বা আপনি যদি চান মা-কে আপডেটেড রাখতে, তা হলে মাদার্স ডে-তে মায়ের জন্য বেছে নিতে পারেন কোনও ইলেকট্রনিক প্রোডাক্ট। যেমন - ব্লুটুথ, ইয়ারপড, ইয়ারবাড। (ছবি-ক্যানভা)

5 / 8
ত্বকের পরিচর্চা করা যদি আপনার মায়ের পছন্দের হয়, তা হলে মাদার্স ডে-তে মায়ের হাতে একটা স্কিনকেয়ার প্রোডাক্টের প্যাক তুলে দিতে পারেন। এ ছাড়া ফাউন্ডেশন, ফেস পাওডার, লিপস্টিক থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটি নজরকাড়া মেকআপ কিটও দিতে পারেন। (ছবি-ক্যানভা)

ত্বকের পরিচর্চা করা যদি আপনার মায়ের পছন্দের হয়, তা হলে মাদার্স ডে-তে মায়ের হাতে একটা স্কিনকেয়ার প্রোডাক্টের প্যাক তুলে দিতে পারেন। এ ছাড়া ফাউন্ডেশন, ফেস পাওডার, লিপস্টিক থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটি নজরকাড়া মেকআপ কিটও দিতে পারেন। (ছবি-ক্যানভা)

6 / 8
মা যদি গয়না পরতে পছন্দ করে, তা হলে অল্প দামে কিছু সোনার গয়নাও দিতে পারেন। মাদার্স ডে উপলক্ষ্যে একাধিক নামকরা সোনার গয়নার দোকানে ছাড় দেওয়া হয়।  (ছবি-ক্যানভা)

মা যদি গয়না পরতে পছন্দ করে, তা হলে অল্প দামে কিছু সোনার গয়নাও দিতে পারেন। মাদার্স ডে উপলক্ষ্যে একাধিক নামকরা সোনার গয়নার দোকানে ছাড় দেওয়া হয়। (ছবি-ক্যানভা)

7 / 8
 মায়ের যদি ফুল পছন্দ হয়, তা হলে সকাল সকাল তাজা ফুল মায়ের হাতে তুলে দিয়ে মন জিতে নিতে পারেন। এ ছাড়া শাড়ি বা অন্য কোনও পোশাক এবং কার্ডও মাকে গিফ্ট হিসেবে দিতে পারেন। (ছবি-ক্যানভা)

মায়ের যদি ফুল পছন্দ হয়, তা হলে সকাল সকাল তাজা ফুল মায়ের হাতে তুলে দিয়ে মন জিতে নিতে পারেন। এ ছাড়া শাড়ি বা অন্য কোনও পোশাক এবং কার্ডও মাকে গিফ্ট হিসেবে দিতে পারেন। (ছবি-ক্যানভা)

8 / 8
মাদার্স ডে-তে মাকে যদি অন্যরকম অনুভূতি দিতে চান, তা হলে মায়ের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন। এই ধরুন মাকে রান্না করতে না দিয়ে নিজে রান্না করলেন। সম্ভব হলে মা-কে নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। একসঙ্গে কোনও সিনেমাও দেখা যেতে পারে। (ছবি-ক্যানভা)

মাদার্স ডে-তে মাকে যদি অন্যরকম অনুভূতি দিতে চান, তা হলে মায়ের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারেন। এই ধরুন মাকে রান্না করতে না দিয়ে নিজে রান্না করলেন। সম্ভব হলে মা-কে নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। একসঙ্গে কোনও সিনেমাও দেখা যেতে পারে। (ছবি-ক্যানভা)