Moni Roy Fashion: শুধু শাড়ি এবং টিপ পরেই একটা মেয়ে মন জিতে নিতে পারে! প্রমাণ করে দিলেন মৌনি…
TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 08, 2021 | 2:02 PM
ফ্লোরাল ড্রেস থেকে চটকদার স্ট্রিট ফ্যাশন, মৌনি সর্বদা স্মার্ট ড্রেসিংয়ের জন্য নজর কেড়েছেন। তবে বর্তমানে অভিনেত্রীর সর্বশেষ শাড়ি লুকে ক্রাশ খেয়েছেন বহুজনে। একবার দেখে নিন সেই ছবি...
1 / 4
বাঙালি অভিনেত্রী মৌনি তাঁর তাক লাগানো ছবি দিয়ে একাধিক বার চমক দেন সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে সফর, একাধিক জনপ্রিয় প্রজেক্টে কাজ করা, আর তাঁর ফ্যাশান নিয়ে তো ইতিমধ্যেই বহু চর্চা হয়। ২ কোটিরও বেশি ফলোয়ার অভিনেত্রীর।
2 / 4
আলোর উৎসবে একটি শাড়ি পরে নাগিন খ্যাত অভিনেত্রী একেবারেই স্বর্গের অপ্সরার মতো দেখাচ্ছেন। আপনি যদি শাড়ি পছন্দ করেন তবে তাঁর ক্লাসিক চেহারা অবশ্যই পছন্দ করবেন।
3 / 4
অভিনেত্রীকে রাধিকার 'প্রিন্টস' থেকে ‘টাইয়ার্ড শাড়ি সেট’ পরে দেখা গেছে ইনস্টাগ্রামে। সুন্দর শিফন শাড়িটি একটি ফিনফিনে ব্লাউজের সঙ্গে পরেছিলেন নায়িকা। মূল্যবান পুঁতি, সিকোয়েন্স, কাঠদানা, রেশম এবং মুক্তা দিয়ে এমব্রয়ডারি করা শাড়িটির দাম ৩৫,০০০ টাকা। অভিনেত্রী তাঁর ডিজাইনার বন্ধু অনুরাধা খুরানার কাছ থেকে কিছু গয়না এবং একটি ছোট টিপ দিয়ে লুকটি সাজিয়েছেন।
4 / 4
এই বিয়ের মরসুমে নায়িকার মতো একটি অনন্য শাড়ি পরে নিন। বাজারে একাধিক শাড়ির ডিজাইনে ভরে গেছে, স্লিট শাড়ি থেকে শুরু করে প্রি-ড্রেপ করা শাড়ি পর্যন্ত... শুধু এমন একটি শাড়ি বেছে নিন যেটি আপনাকে সবচেয়ে বেশি আরাম দেয়। আপনিও কমফোরটেবল লুকে নজর কারুন এই উৎসবের কালে।