
গোয়ার সমুদ্রসৈকত থেকে ২০২২-কে স্বাগত জানালেন মৌনী রায়।

গত বছরের শেষভাগেই বন্ধুবান্ধবদের সঙ্গে গোয়া উড়ে গিয়েছিলেন মৌনী রায়। সেখান থেকেই নতুন বছর থেকে স্বাগত জানানোর পাশাপাশি গোয়ার সমুদ্র সৈকত থেকে তাঁর নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই বলি-অভিনেত্রী।

ছবিতে দেখা গেল ২০২১ এর শেষ দিনের সূর্যাস্তের আলো নিজের শরীরে মাখিয়ে কালোরাঙা বিকিনি এবং সারেঙ্গ পেঁচিয়ে সৈকতে দাঁড়িয়ে রয়েছেন 'ব্রহ্মাস্ত্র' অভিনেত্রী।

একঢাল খোলা চুল উড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল বছর ৩৬-এর অভিনেত্রীকে।

এরই মধ্যে কয়েক লক্ষ অনুরাগী রিয়্যাক্ট করেছেন তাঁর এই পোস্টে।

প্রসঙ্গত, চলতি বছরের অন্যতম দুটি প্রতীক্ষিত ছবিতে হাজির হচ্ছেন মৌনী। যশ অভিনীত 'কেজিএফ ২' এর অন্যতম আকর্ষণ একটি আইটেম নম্বরে মুখ দেখবেন এই বলি-অভিনেত্রী।