একটি ভিন্টেজ গাড়ির ছবি পোস্ট করে নিজের ইন্সটাগ্রামে সাক্ষী লেখেন, "অ্যানিভার্সারি গিফ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।"(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিয়েটা যেন হঠাৎ করেই সেরে নিয়েছিলেন। দেরাদুনের এক হোটেলে ২০১০ সালের আজকের দিনেই বিয়ে হয়েছিল ধোনি-সাক্ষীর। (সৌজন্যে-টুইটার)
বিয়ের পরের বছরই ধোনি দেশকে বিশ্বকাপে জেতান।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)
২০১৫ সালে ধোনি-সাক্ষীর একমাত্র সন্তান জিভা সিং ধোনির জন্ম হয়।(সৌজন্যে-টুইটার)
ধোনি-সাক্ষীর প্রেমকাহিনী কোনও সিনেমার থেকে কম নয়। ধোনির বায়োগ্রাফি 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে সেই গল্প দেখাও গেছে।(সৌজন্যে-টুইটার)
একসময় ধোনি লম্বা চুল রাখতেন। সাক্ষী জানান, তিনি মোটেও পছন্দ করতেন না ধোনির ওই লম্বা চুল। যদিও পরে লুক বদলে নেন ধোনি।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)
দেখতে দেখতে ১১টা বছর এক সঙ্গে পার করে নিলেন এই দম্পতি। হ্যাপি আনিভার্সারি ধোনি-সাক্ষী। (সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)