MS Dhoni-Sakshi Singh Dhoni: দেখতে দেখতে একসঙ্গে একযুগ পার করে ফেললেন ধোনি-সাক্ষী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 04, 2022 | 4:35 PM

দেখতে দেখতে দীর্ঘ ১২টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন ওরা দুজন। ঠিক ১২ বছর আগে, ২০১০ সালের ৪ জুলাই সাক্ষী সিং ধোনির (Sakshi Singh Dhoni) সঙ্গে জীবনের নয়া ইনিংস শুরু করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহি ও সাক্ষীর বিবাহবার্ষিকীতে (wedding anniversary) সোশ্যাল মিডিয়াজুড়ে তাঁদের সুন্দর ছবির কোলাজ শেয়ার করেছেন তাঁদের ফ্যানেরা। মাহি-সাক্ষীর চোখজুড়ানো কিছু ছবি রইল আপনাদের জন্য...

1 / 5
সাক্ষীর জন্ম ও বেড়ে ওঠা অসমের তিনসুকিয়া জেলার লেখাপানি শহরে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ((MS Dhoni)) ২০১০ সালে আজকের দিনে, হঠাৎ করেই সাক্ষী সিংয়ের সঙ্গে বিয়ে সেরে নিয়েছিলেন। (সৌজন্যে-টুইটার)

সাক্ষীর জন্ম ও বেড়ে ওঠা অসমের তিনসুকিয়া জেলার লেখাপানি শহরে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ((MS Dhoni)) ২০১০ সালে আজকের দিনে, হঠাৎ করেই সাক্ষী সিংয়ের সঙ্গে বিয়ে সেরে নিয়েছিলেন। (সৌজন্যে-টুইটার)

2 / 5
দেরাদুনের এক হোটেলে পরিবারের নিকট আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে হয়েছিল ধোনি-সাক্ষীর। (সৌজন্যে-টুইটার)

দেরাদুনের এক হোটেলে পরিবারের নিকট আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে হয়েছিল ধোনি-সাক্ষীর। (সৌজন্যে-টুইটার)

3 / 5
সাক্ষীর (Sakshi Singh Dhoni)  সঙ্গে ধোনির প্রথম দেখা হয়, কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। সেখানে সাক্ষী হোটেল ম্যানেজমেন্ট কোর্সের এক ট্রেনি ছিলেন। ধোনির বায়োপিক 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে সেই গল্প দেখাও গেছে। (সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

সাক্ষীর (Sakshi Singh Dhoni) সঙ্গে ধোনির প্রথম দেখা হয়, কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। সেখানে সাক্ষী হোটেল ম্যানেজমেন্ট কোর্সের এক ট্রেনি ছিলেন। ধোনির বায়োপিক 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে সেই গল্প দেখাও গেছে। (সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

4 / 5
২০১৫ সালে ধোনি-সাক্ষীর একমাত্র সন্তান জিভা সিং ধোনির জন্ম হয়। (সৌজন্যে-টুইটার)

২০১৫ সালে ধোনি-সাক্ষীর একমাত্র সন্তান জিভা সিং ধোনির জন্ম হয়। (সৌজন্যে-টুইটার)

5 / 5
বর্তমানে লন্ডনে রয়েছে ধোনি-সাক্ষীরা। সেখানেই নিজেদের ১২তম বিবাহবার্ষিকীর সেলিব্রেশনটা করবেন এই পাওয়ার কাপল। (সৌজন্যে-টুইটার)

বর্তমানে লন্ডনে রয়েছে ধোনি-সাক্ষীরা। সেখানেই নিজেদের ১২তম বিবাহবার্ষিকীর সেলিব্রেশনটা করবেন এই পাওয়ার কাপল। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery