MS Dhoni: টি-২০ ক্রিকেটে অধিনায়ক ধোনির ৩০০তম ম্যাচ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 16, 2021 | 9:31 AM
আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হওয়ার দিনেই আরও এক নজির মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। কুড়ি ওভারের (T20) ফরম্যাটে ৩০০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড মাহির। ২০০৭ টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে প্রথম বার ক্যাপ্টেন্সি করেন ধোনি। কুড়ি ওভারের ফরম্যাটে দেশের হয়ে ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এখনও পর্যন্ত ২১৪ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। এ ছাড়া আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ১৪ ম্যাচে অধিনায়কত্ব করেন ধোনি। বিশ্ব ক্রিকেটে ২০ ওভারের ফরম্যাটে ৩০০ ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ড কারও দখলে নেই।
1 / 4
২০২১ সালের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হওয়ার দিনেই এক নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
2 / 4
কুড়ি ওভারের (T20) ফরম্যাটে ৩০০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড এখন মাহির দখলে।(ছবি-আইপিএল ওয়েবসাইট)
3 / 4
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএলে এখনও পর্যন্ত ২১৪ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন ধোনি।(ছবি-আইপিএল ওয়েবসাইট)
4 / 4
ধোনির ক্যাপ্টেন্সিতেই চার বার ট্রফি জিতল চেন্নাই সুপার কিংস। (ছবি-আইপিএল ওয়েবসাইট)