MS Dhoni : মাহির কেশ-কাহিনী, লম্বা চুলের যুবক থেকে ৪২-র ‘কুল’ ধোনি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 07, 2023 | 8:56 AM

৪২ বছরে পা দিলেন দেশের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির প্রতিটি পদক্ষেপ আজও চোখ বন্ধ করে অনুসরণ করেন অনুরাগীরা। সেই লম্বা চুলের তরুণ আজ ৪২-এর অভিজ্ঞতার বটগাছ। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। যেমন তাঁর হেয়ারস্টাইল। কেমন? চলুন দেখে নিই।

1 / 8
ধোনির লম্বা চুলের ফ্যান ছিলেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া ভার। আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল এই লম্বা চুল নিয়ে। প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ধোনিকে বলেছিলেন, "চুল কেটো না।" (ছবি :টুইটার )

ধোনির লম্বা চুলের ফ্যান ছিলেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া ভার। আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল এই লম্বা চুল নিয়ে। প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ধোনিকে বলেছিলেন, "চুল কেটো না।" (ছবি :টুইটার )

2 / 8
কখনও লম্বা, কখনও মিলিটারি ছাঁট- জামাকাপড় বদলানোর মতো হেয়ারস্টাইল বদলেছেন মাহি। (ছবি :টুইটার )

কখনও লম্বা, কখনও মিলিটারি ছাঁট- জামাকাপড় বদলানোর মতো হেয়ারস্টাইল বদলেছেন মাহি। (ছবি :টুইটার )

3 / 8
২০১১ সালে বিশ্বকাপ জেতার পরই চুল কেটে ফেলেছিলেন ধোনি। এরপর চুল নিয়ে বিভিন্নরকম এক্সপেরিমেন্ট করেছেন। (ছবি :টুইটার )

২০১১ সালে বিশ্বকাপ জেতার পরই চুল কেটে ফেলেছিলেন ধোনি। এরপর চুল নিয়ে বিভিন্নরকম এক্সপেরিমেন্ট করেছেন। (ছবি :টুইটার )

4 / 8
ধোনিকে ভারতীয় সেনার সাম্মানিক পদ দেওয়া হয়েছে। কাশ্মীরে কিছুদিন মিলিটারি ক্যাম্পে সময় কাটান। তখনকার হেয়ারস্টাইল ভীষণ জনপ্রিয় হয়েছিল।(ছবি :টুইটার )

ধোনিকে ভারতীয় সেনার সাম্মানিক পদ দেওয়া হয়েছে। কাশ্মীরে কিছুদিন মিলিটারি ক্যাম্পে সময় কাটান। তখনকার হেয়ারস্টাইল ভীষণ জনপ্রিয় হয়েছিল।(ছবি :টুইটার )

5 / 8
ধোনির এই হেয়ারস্টাইল সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিশ আলিম হাকিম ছবিগুলি শেয়ার করেছিলেন। (ছবি :টুইটার )

ধোনির এই হেয়ারস্টাইল সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিশ আলিম হাকিম ছবিগুলি শেয়ার করেছিলেন। (ছবি :টুইটার )

6 / 8
ধোনিকে বর্তমানে ছোট চুলেই দেখা যায়। আইপিএলের আগে নিত্যনতুন চুলের স্টাইলে ধরা দেন তিনি। (ছবি :টুইটার )

ধোনিকে বর্তমানে ছোট চুলেই দেখা যায়। আইপিএলের আগে নিত্যনতুন চুলের স্টাইলে ধরা দেন তিনি। (ছবি :টুইটার )

7 / 8
৪২ বছরের ধোনির চুল ও দাড়িতে পাক ধরেছে। বয়সের সঙ্গে ব্যক্তিত্বের ধার যেন আরও বেড়েছে। সময়োপযোগী চুলের স্টাইল তাতে অন্য মাত্রা দান করেছে। (ছবি :টুইটার )

৪২ বছরের ধোনির চুল ও দাড়িতে পাক ধরেছে। বয়সের সঙ্গে ব্যক্তিত্বের ধার যেন আরও বেড়েছে। সময়োপযোগী চুলের স্টাইল তাতে অন্য মাত্রা দান করেছে। (ছবি :টুইটার )

8 / 8
তবে ধোনির লম্বা চুল নিয়ে ক্রেজ বাকি সব হেয়ারস্টাইলকে দশ গোল দিতে পারে। বারবার হাত দিয়ে চুল পিছনে পাঠানো, এখনও দৃশ্য ভেসে ওঠে ক্রিকেটপ্রেমীদের চোখে।(ছবি :টুইটার )

তবে ধোনির লম্বা চুল নিয়ে ক্রেজ বাকি সব হেয়ারস্টাইলকে দশ গোল দিতে পারে। বারবার হাত দিয়ে চুল পিছনে পাঠানো, এখনও দৃশ্য ভেসে ওঠে ক্রিকেটপ্রেমীদের চোখে।(ছবি :টুইটার )

Next Photo Gallery