
ক্রিকেটের পাশাপাশি ক্যাপ্টেন কুলের ফুটবলে দক্ষতা বেশ প্রশংসনীয়। (সৌজন্যে-'অল স্টার' ইন্সটাগ্রাম)

বলিউড তারকাসমৃদ্ধ এই ম্যাচে অনেকে থাকলেও নতুন লুকে ও ফুটবল খেলে নজর কেড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।(সৌজন্যে-'অল স্টার' ইন্সটাগ্রাম)

আইপিএলের আগে ফুটবল খেলে নিজেকে খানিকটা প্রস্তুত করে নিলেন সিএসকের ক্যাপ্টেন। ধোনিকে ড্রিবলিং করতেও দেখা গেছে।(সৌজন্যে-'অল স্টার' ইন্সটাগ্রাম)

বলিউড স্টার রনবীর সিংয়ের সঙ্গে ম্যাচের আগে আলোচনার পাশাপাশি ক্যামেরার সামনে পোজও দিয়েছেন মাহি।(সৌজন্যে-'অল স্টার' ইন্সটাগ্রাম)

ধোনির পাশাপাশি শ্রেয়স আয়ারও এই 'অল স্টার' সেলিব্রিটি চ্যারিটি ম্যাচে খেলেছেন।(সৌজন্যে-'অল স্টার' ইন্সটাগ্রাম)

লেন্সবন্দি মাহির খুদে ভক্তের সঙ্গে সাক্ষাৎের মুহূর্ত।(সৌজন্যে-'অল স্টার' ইন্সটাগ্রাম)