MS Dhoni: ক্রিকেটার থেকে মছলি বাবা! এই ধোনির গল্প শুনেছেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 09, 2023 | 8:00 PM

MS Dhoni started fish farming: রাঁচির রিং রোডে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে। মাহির খামারবাড়ির কথা সকলেরই জানা। ধোনি ২০১৭ সালে বানান তাঁর স্বপ্নের এই ফার্ম হাউস। “কৈলাশপতি” নাম দেন। ৭ একর জুড়ে চোখ ধাঁধানো মাহির ফার্ম হাউসে এতদিন সবজি, ফল, কড়কনাথ মুরগির চাষ হত। এ বার সেই তালিকায় জুড়ল মাছ চাষও।

1 / 8
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বাড়ি রাঁচিতে। ধোনি ভক্তরা ভালোভাবেই জানেন রাঁচির রিং রোডে এক বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে মাহির। ধোনি ২০১৭ সালে বানান তাঁর স্বপ্নের এই ফার্ম হাউস (farmhouse)। এই চোখ ধাঁধানো ফার্ম হাউসের নাম রাখেন “কৈলাশপতি”।

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বাড়ি রাঁচিতে। ধোনি ভক্তরা ভালোভাবেই জানেন রাঁচির রিং রোডে এক বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে মাহির। ধোনি ২০১৭ সালে বানান তাঁর স্বপ্নের এই ফার্ম হাউস (farmhouse)। এই চোখ ধাঁধানো ফার্ম হাউসের নাম রাখেন “কৈলাশপতি”।

2 / 8
৭ একর জুড়ে চোখ ধাঁধানো মাহির ফার্ম হাউস "কৈলাশপতি"-তে এতদিন বিভিন্ন রকমের শাক-সবজি, ফল, কড়কনাথ মুরগির চাষ হত।

৭ একর জুড়ে চোখ ধাঁধানো মাহির ফার্ম হাউস "কৈলাশপতি"-তে এতদিন বিভিন্ন রকমের শাক-সবজি, ফল, কড়কনাথ মুরগির চাষ হত।

3 / 8
এ বার সেই তালিকায় জুড়ল মাছ চাষও। সম্প্রতি জানা গিয়েছে ৬-৭ মাস আগে থেকে ধোনির ফার্ম হাউসের পুকুরে ছোট মাছ ছাড়া হয়েছিল। ধোনির কৃষি পরামর্শক রোশন কুমার এক ওয়েবসাইটে জানান, মহেন্দ্র সিং ধোনি নিজে আমিষ খেতে খুব পছন্দ করেন। তাঁর স্ত্রী সাক্ষীরও আমিষ খাবার পছন্দের।

এ বার সেই তালিকায় জুড়ল মাছ চাষও। সম্প্রতি জানা গিয়েছে ৬-৭ মাস আগে থেকে ধোনির ফার্ম হাউসের পুকুরে ছোট মাছ ছাড়া হয়েছিল। ধোনির কৃষি পরামর্শক রোশন কুমার এক ওয়েবসাইটে জানান, মহেন্দ্র সিং ধোনি নিজে আমিষ খেতে খুব পছন্দ করেন। তাঁর স্ত্রী সাক্ষীরও আমিষ খাবার পছন্দের।

4 / 8
মহেন্দ্র সিং ধোনির কৃষি পরামর্শক রোশন কুমার এক ওয়েবসাইটে জানান, ৭ মাস আগে ধোনির একটি পুকুরে ৮ হাজার ছোট মাছ এবং আর একটি পুকুরে ৩ হাজার মাছ ছাড়া হয়েছিল।

মহেন্দ্র সিং ধোনির কৃষি পরামর্শক রোশন কুমার এক ওয়েবসাইটে জানান, ৭ মাস আগে ধোনির একটি পুকুরে ৮ হাজার ছোট মাছ এবং আর একটি পুকুরে ৩ হাজার মাছ ছাড়া হয়েছিল।

5 / 8
সেই দু'টি পুকুরে ছাড়া রুই, কাতলা ও তেলাপিয়া প্রজাতির মাছ এখন বড় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই মাছগুলি ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজনের হয়েছে। ধোনির পুকুরে চাষ হওয়া মাছগুলি খুব তাড়াতাড়ি রাঁচি সহ আশেপাশের বিভিন্ন শহরের মাছের বাজারে বিক্রি হবে।

সেই দু'টি পুকুরে ছাড়া রুই, কাতলা ও তেলাপিয়া প্রজাতির মাছ এখন বড় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই মাছগুলি ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজনের হয়েছে। ধোনির পুকুরে চাষ হওয়া মাছগুলি খুব তাড়াতাড়ি রাঁচি সহ আশেপাশের বিভিন্ন শহরের মাছের বাজারে বিক্রি হবে।

6 / 8
দামী কড়কনাথ চিকেনের ব্যবসা ভালোই করছেন ধোনি। তার সঙ্গেই এ বার জুড়ল মাছের ব্যবসাও।

দামী কড়কনাথ চিকেনের ব্যবসা ভালোই করছেন ধোনি। তার সঙ্গেই এ বার জুড়ল মাছের ব্যবসাও।

7 / 8
অতীতে ধোনি নিজের ইন্সটাগ্রামে স্ট্রবেরি চাষের ছবি-ভিডিয়ো শেয়ার করেছিলেন। নিজের ফার্ম হাউস থেকে স্ট্রবেরি তুলে খেতেও দেখা গিয়েছে ধোনিকে। তাঁর ফার্ম হাউসের স্ট্রবেরির রপ্তানি বেশ ভালোই চলছে।

অতীতে ধোনি নিজের ইন্সটাগ্রামে স্ট্রবেরি চাষের ছবি-ভিডিয়ো শেয়ার করেছিলেন। নিজের ফার্ম হাউস থেকে স্ট্রবেরি তুলে খেতেও দেখা গিয়েছে ধোনিকে। তাঁর ফার্ম হাউসের স্ট্রবেরির রপ্তানি বেশ ভালোই চলছে।

8 / 8
ধোনির খামারবাড়িতে চাষ হওয়া সবজি-মুরগির ব্যবসা বেশ প্রসারিত হচ্ছে। আর তিনি ব্যস্ত চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। আপাতত তার অনুশীলনেই মগ্ন ধোনি।

ধোনির খামারবাড়িতে চাষ হওয়া সবজি-মুরগির ব্যবসা বেশ প্রসারিত হচ্ছে। আর তিনি ব্যস্ত চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। আপাতত তার অনুশীলনেই মগ্ন ধোনি।

Next Photo Gallery