MS Dhoni: ধোনির নয়া ইনিংস শুরু, আমেরিকায় কেক কেটে সেলিব্রেশন

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 17, 2022 | 9:33 AM

ক্রিকেট তাঁর জীবন। টেনিস এবং গল্ফ হল ভালোবাসা। এই দুটির টানে আমেরিকায় ছুটে গিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

1 / 5
ক্রিকেট তাঁর জীবন। টেনিস এবং গল্ফ হল ভালোবাসা। এই দুটির টানে আমেরিকায় ছুটে গিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ছবি:টুইটার)

ক্রিকেট তাঁর জীবন। টেনিস এবং গল্ফ হল ভালোবাসা। এই দুটির টানে আমেরিকায় ছুটে গিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ছবি:টুইটার)

2 / 5
আমেরিকায় মেটুচান গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের (MGCC) সদস্য ধোনি। সেখানের একটি বেকারিতে ধোনির নতুন ইনিংসের উদযাপন হল কেক কেটে। কেক তৈরি করা হয় বেকারির ডিজাইনে।(ছবি:টুইটার)

আমেরিকায় মেটুচান গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের (MGCC) সদস্য ধোনি। সেখানের একটি বেকারিতে ধোনির নতুন ইনিংসের উদযাপন হল কেক কেটে। কেক তৈরি করা হয় বেকারির ডিজাইনে।(ছবি:টুইটার)

3 / 5
আকাশি নীল রঙা টি শার্ট পরেছিলেন মাহি। তাঁর কেক কাটার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।(ছবি:টুইটার)

আকাশি নীল রঙা টি শার্ট পরেছিলেন মাহি। তাঁর কেক কাটার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।(ছবি:টুইটার)

4 / 5
বেশ কিছুদিন ধরে সস্ত্রীক আমেরিকায় রয়েছেন এমএস ধোনি। ইউএস ওপেনের গ্যালারিতে বসে টেনিস ম্যাচ উপভোগ করেছেন।(ছবি:টুইটার)

বেশ কিছুদিন ধরে সস্ত্রীক আমেরিকায় রয়েছেন এমএস ধোনি। ইউএস ওপেনের গ্যালারিতে বসে টেনিস ম্যাচ উপভোগ করেছেন।(ছবি:টুইটার)

5 / 5
ইউএস ওপেনে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ধোনি ও কপিল দেব একসঙ্গে বসে গ্র্যান্ড স্লামের লড়াই উপভোগ করেছেন। (ছবি:টুইটার)

ইউএস ওপেনে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ধোনি ও কপিল দেব একসঙ্গে বসে গ্র্যান্ড স্লামের লড়াই উপভোগ করেছেন। (ছবি:টুইটার)

Next Photo Gallery