Bangla NewsPhoto gallery MS Dhoni to Celebrate 41st Birthday in London With Family, his Wife Sakshi Singh Dhoni share pic on Instagram
MS Dhoni: জন্মদিন কাটাতে বিরাটদের কাছে ধোনি, সঙ্গী সাক্ষী
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কী করছেন? কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন? এ সব ব্যাপারে জানতে চান মাহিভক্তরা। ধোনির প্রতিমুহূর্তের খবর তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মাহিপত্নী সাক্ষী। এ বার লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন ধোনি। সেখানেই বর্তমানে রয়েছেন বিরাট কোহলিরা। আশা করা হচ্ছে, লন্ডনেই ৪১তম জন্মদিন পালন করবেন ক্যাপ্টেন কুল।