MS Dhoni: রোহিত শেট্টির কপ ইউনিভার্সে এ বার নাম লেখালেন ধোনি!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 03, 2023 | 5:41 PM
Ms Dhoni As Police: কোমরে পিস্তল, হাতে লাঠি, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট... মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নতুন অবতার সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। মাহি ভক্তরা বলতে শুরু করে দিয়েছে, তবে কি এ বার জনপ্রিয় হিন্দি সিনেমার পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্সে নাম লেখালেন ধোনি? আসল ঘটনাটা কী, জেনে নিন
1 / 8
এ বার কি তবে জনপ্রিয় হিন্দি সিনেমার পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) সিনেমার নায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)! সোশ্যাল মিডিয়ায় সদ্য ধোনির যে ছবি ভাইরাল হয়েছে, তা দেখে মাহিভক্তদের মনে এ কথা জেগে উঠতেই পারে। (ছবি-টুইটার)
2 / 8
কোমরে পিস্তল, হাতে লাঠি, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট... ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এই নতুন অবতার সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আসলে মাহিকে পুলিশের লুকে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশের উর্দি পরা আরও অনেক ব্যক্তি। (ছবি-টুইটার)
3 / 8
মাহি ভক্তদের বেশ মনে ধরেছে ধোনির এই পুলিশ লুক। সোশ্যাল মিডিয়ায় ধোনির অনুরাগীরা যে কারণে বলা শুরু করেছে, রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অন্যান্য সদস্যদের টেক্কা দিতে হাজির পুলিশ ধোনি। (ছবি-টুইটার)
4 / 8
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সঙ্গে যুক্ত। ধোনি লেফটেন্যান্ট কর্নেলের সম্মানজনক পদে অধিষ্ঠিত। এ বার সেই ধোনিকে পাওয়া গিয়েছে পুলিশের ভূমিকায়। (ছবি-টুইটার)
5 / 8
আসলে মহেন্দ্র সিং ধোনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। বছর ভর কোনও না কোনও বিজ্ঞাপনের কাজ করেন মাহি। তেমনই এক বিজ্ঞাপনের কাজে পুলিশ অফিসার সেজেছেন ধোনি। (ছবি-টুইটার)
6 / 8
তবে ধোনির পুলিশ অফিসার হওয়ার ঘটনা এই প্রথম বার নয়। এর আগেও তাঁকে ট্র্যাফিক পুলিশের ইউনিফর্মে দেখতে পাওয়া গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছিল। উল্লেখ্য, যা একটি বিজ্ঞাপনের ছবি ছিল। (ছবি-টুইটার)
7 / 8
ধোনিকে নিয়ে আপামর ক্রিকেট প্রেমীদের মাতামাতি কম নয়। মাহিকে সামনে থেকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন অনেকেই। যে কারণে তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকেন। (ছবি-টুইটার)
8 / 8
প্রসঙ্গত, চলতি বছরের আইপিএল শুরু হতে এখনও প্রায় দু'মাসের বেশি সময় বাকি। ইতিমধ্যেই, নেটে অনুশীলন করা শুরু করে দিয়েছেন সিএসকে (CSK) অধিনায়ক ধোনি। (ছবি-টুইটার)