
দুবাইতে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করল চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। (সৌজন্যে-চেন্নাই সুপার কিংস ওয়েবসাইট)

টিমটকের মুহূর্ত। অনুশীলনের ফাঁকে ধোনি-রায়নাদের সঙ্গে সিএসকে ক্রিকেট স্টাফ।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)

সুরেশ রায়নার সঙ্গে ব্যাটিং টেকনিক নিয়ে আলোচনায় ব্যস্ত মাহি।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)

ব্যাট নিয়ে বরাবর খুঁতখুতে এমএস ধোনি। নিজের ব্যাটকে পছন্দের মাপে করে নিতে হাতুড়ি তুলে নিয়েছেন ধোনি।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার এবং ওয়েবসাইট)

অনুশীলনের ফাঁকে ক্যামেরার সামনে এক ফ্রেমে বন্দি হলেন মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড় ও সুরেশ রায়না।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)