
রাম সেতু ও থ্যাঙ্ক গড: তাঁরা বলিউডের বেস্টফ্রেন্ড। দু'জনে দুই মেরুর। দু'জনে একাধিক ছবিতে একসঙ্গে কাজও করেছেন। আবার এমন অনেক সময় হয়েছে আলাদা-আলাদা ছবিতে অভিনয় করেছেন এবং একই দিনে ছবি মুক্তি পেয়েছে দু'জনেরই। যেমন এবার। দীপাবলিতে মুক্তি পাচ্ছে দুই বন্ধু দুই ছবি 'রাম সেতু' এবং 'থ্যাঙ্ক গড'। দুই প্রিয় বন্ধু অজয় দেবগণ এবং অক্ষয় কুমার ফের প্রতিযোগিতায়।

২০১০ সালে একই দিনে দু'জনের ছবি 'অ্যাকশন রিপ্লে' এবং 'গোলমাল ৩' মুক্তি পেয়েছিল। 'গোলমাল ৩' ব্যবসা করেছিল ১০৭ কোটি টাকার। 'অ্যাকশন রিপ্লে' তুলনায় পেয়েছিল ২৯ কোটি।

২০১০শেই মুক্তি পায় অক্ষয় কুমারের 'তিস মার খান' এবং অজয় দেবগণের 'তুনপুর কা সুপারহিরো'। বক্স অফিসে অক্ষয় পেয়েছিলেন ৬০.৯১ কোটি টাকা। অজয় পান ৩.৫৫ কোটি টাকা।

১৯৯৮ সালে অক্ষয়ের 'অঙ্গারে' মুক্তি পায়। একই দিনে মুক্তি পায় অজয়ের 'পেয়ার তো হোনা হি থা'। সেই বার অজয়ের ছবি সুপার হিট হয়েছিল।

২০০৯ সালের একই দিনে অক্ষয়ের 'ব্লু' এবং অজয়ের 'অল দ্য বেস্ট' মুক্তি পায়। 'ব্লু' ব্যবসা করে ৩৮ কোটি টাকা। 'এল দ্য বেস্ট' ব্যবসা করে ৪১ কোটি টাকা।

২০০০ সালে অক্ষয় কুমারের ব্লকবাস্টার 'ধড়কন' এবং অজয় দেবগণের 'দিওয়ানে' মুক্তি পায়। 'ধড়কন' ব্যবসা করে ১৪.০২ কোটি টাকা। 'দিওয়ানে'র ব্যবসা হয়ে ৬.৯৫ কোটি টাকা।

২০০৪ সালে অজয় দেবগণের 'রেনকোট' এবং অক্ষয় কুমারের 'অব তুমহারে হাওয়ালে ওয়াটন সাথিয়োঁ' মুক্তি পায়ে। 'রেডকোট' করে ২ কোটি টাকার ব্যবসা। অন্যদিনে অক্ষয়ের ছবিটি করে ১১.৫৬ কোটি টাকার ব্যবসা।