কলকাতার দুই প্রধান আগেই ছিটকে গিয়েছে। ডুরান্ড কাপে বাংলার প্রতিনিধি এখন মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। (ছবি: মহমেডান স্পোর্টিং)
গত বার রানার্স হয়েছিল তারা। এ বার লক্ষ্য ট্রফি। এখনও অবধি প্রত্যাশা পূরণ করতে পেরেছে সাদা-কালো শিবির। (ছবি: মহমেডান স্পোর্টিং)
সেমিফাইনালে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ আইএসএলের ক্লাব শক্তিশালী মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তবে ঘরের মাঠের সমর্থন বাড়তি শক্তি মহমেডানের কাছে। (ছবি: মহমেডান স্পোর্টিং)
কোয়ার্টার ফাইনালে হেভিওয়েট দল কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে মহমেডান। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও আত্মবিশ্বাসী মহমেডান স্পোর্টিং। (ছবি: মহমেডান স্পোর্টিং)
আর মাত্র দুটো ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। আত্মতুষ্টি যাতে ঘিরে না ধরে সে বিষয়ে সতর্ক মহমেডান স্পোর্টিং। অধিনায়ক মার্কাস জোসেফের ফর্ম অবশ্য কিছুটা চিন্তার। বড় মঞ্চে মার্কাস জ্বলে উঠলে সাদা-কালো শিবির সাফল্য সঙ্গী করেই মাঠ ছাড়বে। (ছবি: মহমেডান স্পোর্টিং)