Mohammedan SC: ফাইনালের স্বপ্ন নিয়ে নামছে মহমেডান
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Sep 14, 2022 | 9:45 AM
Durand Cup 2022: কলকাতার দুই প্রধান আগেই ছিটকে গিয়েছে। ডুরান্ড কাপে (Durand Cup 2022) বাংলার প্রতিনিধি এখন মহমেডান স্পোর্টিং। গত বার রানার্স হয়েছিল তারা। এ বার লক্ষ্য ট্রফি। এখনও অবধি প্রত্যাশা পূরণ করতে পেরেছে সাদা-কালো শিবির।
1 / 5
কলকাতার দুই প্রধান আগেই ছিটকে গিয়েছে। ডুরান্ড কাপে বাংলার প্রতিনিধি এখন মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। (ছবি: মহমেডান স্পোর্টিং)
2 / 5
গত বার রানার্স হয়েছিল তারা। এ বার লক্ষ্য ট্রফি। এখনও অবধি প্রত্যাশা পূরণ করতে পেরেছে সাদা-কালো শিবির। (ছবি: মহমেডান স্পোর্টিং)
3 / 5
সেমিফাইনালে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ আইএসএলের ক্লাব শক্তিশালী মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তবে ঘরের মাঠের সমর্থন বাড়তি শক্তি মহমেডানের কাছে। (ছবি: মহমেডান স্পোর্টিং)
4 / 5
কোয়ার্টার ফাইনালে হেভিওয়েট দল কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে মহমেডান। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও আত্মবিশ্বাসী মহমেডান স্পোর্টিং। (ছবি: মহমেডান স্পোর্টিং)
5 / 5
আর মাত্র দুটো ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। আত্মতুষ্টি যাতে ঘিরে না ধরে সে বিষয়ে সতর্ক মহমেডান স্পোর্টিং। অধিনায়ক মার্কাস জোসেফের ফর্ম অবশ্য কিছুটা চিন্তার। বড় মঞ্চে মার্কাস জ্বলে উঠলে সাদা-কালো শিবির সাফল্য সঙ্গী করেই মাঠ ছাড়বে। (ছবি: মহমেডান স্পোর্টিং)