
কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া।

এরপরই শনিবার বিকেলে যাত্রী সেজে ওই প্রমোদতরণীতে উঠেছিলেন এনসিবির কর্তারা। জাহাজে তল্লাশি অভিযান চালাতেই কোকেন, এমডিএমএ, এক্সটেসি সহ একাধিক মাদক বাজেয়াপ্ত করা হয় একাধিক যাত্রীর কাছ থেকে।

এনসিবি'র শর্ত অনুযায়ী, অভিযুক্ত (আরিয়ান খান) নিম্ন আদালতের বিচারকদের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।

বয়ান রেকর্ডের পরই গ্রেফতার করা হতে পারে মুম্বইয়ের মাদককাণ্ডে আটক ৮ জনকে।

চশমার বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান, দাবি এনসিবির।

এনসিবির ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, গোটা ঘটনার বিস্তারিত তথ্য শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া ও জাহাজমন্ত্রকের কাছে পাঠানো হবে।