গানে গানে জমজমাট ‘তরুলতার ভূত’-এর মিউজিক লঞ্চের সন্ধ্যা

কলকাতা থেকে একটা দল দূর গ্রামে পিকনিক করতে আসে। সেই গ্রামে এসে তারা 'তরুলতার দিঘি'-র গল্প শোনে।সেখানে নাকি দহ আছে, সেখানে তরুলতার ভূত থাকে।

| Edited By: উত্‍সা হাজরা

Sep 07, 2021 | 3:41 PM

1 / 6
 পুরোনো ছন্দে টলিপাড়া। হয়ে গেল দেব রায় পরিচালিত ছবি 'তরুলতার ভূত'-এর মিউজিক লঞ্চ। বেশ অনেকদিন পর একসঙ্গে সবাই। ব্যাপারটা খুবই রিফ্রেশিং, বললেন ইশা।

পুরোনো ছন্দে টলিপাড়া। হয়ে গেল দেব রায় পরিচালিত ছবি 'তরুলতার ভূত'-এর মিউজিক লঞ্চ। বেশ অনেকদিন পর একসঙ্গে সবাই। ব্যাপারটা খুবই রিফ্রেশিং, বললেন ইশা।

2 / 6
শহরের একটি ব্যাঙ্কোয়েটে গানে গানে জমে উঠেছিল সোমবারের সন্ধ্যা।

শহরের একটি ব্যাঙ্কোয়েটে গানে গানে জমে উঠেছিল সোমবারের সন্ধ্যা।

3 / 6
উপস্থিত হয়েছিলেন ছবির সকল কলাকুশলী। চন্দ্রিল ভট্টাচার্য্য, উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় হাসিমুখে পোজ় দিতে দেখা গেল সকলকে।

উপস্থিত হয়েছিলেন ছবির সকল কলাকুশলী। চন্দ্রিল ভট্টাচার্য্য, উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় হাসিমুখে পোজ় দিতে দেখা গেল সকলকে।

4 / 6
অনিন্দ্যর, উপলের পারফরম্যান্সে হিট স্টেজ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন উপল সেনগুপ্ত। আর গান লিখেছেন চন্দ্রিল ও অনিন্দ্য।

অনিন্দ্যর, উপলের পারফরম্যান্সে হিট স্টেজ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন উপল সেনগুপ্ত। আর গান লিখেছেন চন্দ্রিল ও অনিন্দ্য।

5 / 6
বর্ধমানেই হয়েছে পুরো ছবির শুটিং। ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, রাহুল দেব বোস, বাসবদত্তা চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

বর্ধমানেই হয়েছে পুরো ছবির শুটিং। ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, রাহুল দেব বোস, বাসবদত্তা চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

6 / 6
চলতি বছরের শুরুতেই হয়েছে ছবির শুটিং। সব ঠিক থাকলে এই মাসেরই ২৪ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে পারে 'তরুলতার ভূত'

চলতি বছরের শুরুতেই হয়েছে ছবির শুটিং। সব ঠিক থাকলে এই মাসেরই ২৪ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে পারে 'তরুলতার ভূত'