Ilkay Gundogan-Sara Arfaoui: ইল্কে-সারার বিয়ের চোখধাঁধানো মুহূর্ত, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2022 | 7:00 AM

ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) মিডফিল্ডার ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan) গত মাসে গাঁটছড়া বেঁধেছেন তাঁর ইতালিয়ান মডেল বান্ধবী সারা আরফাউইয়ের (Sara Arfaoui) সঙ্গে। সদ্য ইন্সটাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন সারা। গত বছর তাঁদের প্রথম সাক্ষাৎ এবং ওই বছরই তাঁরা এনগেজমেন্ট সেরে নেন।

1 / 5
২০২১ সালে ইল্কে ও সারার প্রথম দেখা। ডিসেম্বরে রোমান্টিক ভাবে সারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইল্কে।

২০২১ সালে ইল্কে ও সারার প্রথম দেখা। ডিসেম্বরে রোমান্টিক ভাবে সারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইল্কে।

2 / 5
চলতি বছরের মে মাসে বিয়ে সেরে নেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার ইল্কে ও তাঁর ইতালিয়ান মডেল বান্ধবী সারা।

চলতি বছরের মে মাসে বিয়ে সেরে নেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার ইল্কে ও তাঁর ইতালিয়ান মডেল বান্ধবী সারা।

3 / 5
ইন্সটাগ্রামে ইল্কের স্ত্রী সারা তাঁদের বিয়ের দিনের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন।

ইন্সটাগ্রামে ইল্কের স্ত্রী সারা তাঁদের বিয়ের দিনের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন।

4 / 5
সাদা রংয়ের গ্রাউনে সুন্দরী সারার থেকে চোখ ফেরাতে পারছেন না তাঁর ভক্তরা।

সাদা রংয়ের গ্রাউনে সুন্দরী সারার থেকে চোখ ফেরাতে পারছেন না তাঁর ভক্তরা।

5 / 5
চলতি বছরের মে মাসে একেবারে ব্যাক্তিগত অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন ইল্কে-সারা।

চলতি বছরের মে মাসে একেবারে ব্যাক্তিগত অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন ইল্কে-সারা।

Next Photo Gallery