Mysterious death of Actress: পল্লবী দে-র মৃত্যু ঘিরে রয়েছে রহস্য, এর আগেও প্রয়াত হয়েছেন এমন অনেক অভিনেত্রী, যাঁদের মৃত্যুর কারণ আজও অজানা
TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
May 26, 2022 | 7:39 AM
Mysterious death of Actress: অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু আত্মহত্য়া না খুন, তা কবে জানা যাবে কেউ জানেন না। এর আগেও এমন অনেক অভিনেত্রীর মৃত্যু ঘিরে ছিল রহস্য। যার আজও কিনারা হয়নি। নয়তো আত্মহত্যা বলে চাপা পড়ে গিয়েছে।
1 / 8
১. রহস্য মৃত্যু টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত মৃতদেহ গতকাল তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে। হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে বাকবিতন্ডা। যাই হয়ে থাকুক, সত্যটা যেন এবার সামনে আসে, এমন বোধ হয় সকলেই চান। এর আগেও অনেক অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল এমন প্রশ্ন। কিন্তু তার কুলকিনারা আজও হয়নি। রহস্যের মধ্যেই থেকে গিয়েছে সেই সব মৃত্যু।
2 / 8
২. পল্লবী দে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। বহু মেগা ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংশিত হয়েছে। মারা যাওয়ার আগে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন ‘মন মানে না’ মেগা ধারাবাহিকে। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবার-বন্ধুদের তরফ থেকে অভিযোগ পল্লবী আত্মহত্যা করতেই পারেন না। সত্যিটা কী?
3 / 8
৩. দিব্যা ভারতী ১৯৯৩ সালের ৫ এপ্রিল। হঠাৎ খবর মারা গিয়েছেন দিব্যা ভারতী। সেই সময় এত মিডিয়া ছিল না। হঠাৎ এই খবরে সকলে চমকে যান। চমকের শেষ এখানেই ছিল না, জানা যায় তিনি ব্যালকনি থেকে পড়ে মারা গিয়েছেন। দুর্ঘটনা, আত্মহত্যা না হত্যা-আজও তা রহস্যই রয়ে গিয়েছে।
4 / 8
৪. পারভিন ববি ২০০৫ সালে পরভিন ববিকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর বাড়ি থেকে। ময়না তদন্তে জানা যায়, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তিনি কীভাবে মারা যান, তা আজও রহস্য। গ্ল্যামারাস অভিনেত্রী ছিলেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন ছিল বিতর্কে ঘেরা।
5 / 8
৫. শ্রীদেবী ২৫ ফেব্রুয়ারি ২০১৮। সকালে হঠাৎ খবর শ্রীদেবী মারা গিয়েছেন। আগের দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি তাঁকে দুবাইয়ের হোটেলের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি পারিবারিক বিয়েতে গিয়েছিলেন দুবাই। সেখানে ঘটে এই মর্মান্তিক ঘটনা। যদিও পুলিশি রিপোর্ট বলছে দুর্ঘটনার মৃত্যু, তবে তাঁর অনুরাগীদের মনে রয়েছে সন্দেহ।
6 / 8
৬. সিল্ক স্মিতা দক্ষিণের ‘সেক্স বোম’ বলে খ্যাত ছিলেন সিল্ক স্মিতা। তাঁর জীবনী নির্ভর ছবি ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয় করেন বিদ্যা বালন। ২৩ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে চেন্নাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। কেন, কীভাবে তাঁর মৃত্যু তা আজও রহস্য।
7 / 8
৭. জিয়া খান ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী জিয়া খান। অমিতাভ বচ্চনের বিপরীতে প্রথম ছবি নিশব্দ। প্রথম ছবিতেই সকলের নজর কেড়েছিলেন। ২০১৩ সালে ৩ জুন মুম্বইয়ের জুহুর ফ্ল্যাটে ঝলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তাঁর মা পুলিশে অভিযোগ করেন সুরয পাঞ্চোলী তাঁর মেয়েকে হত্যা করেছে। সেই অভিযোগের হাত থেকে ২০১৭ সালে মুক্তি পেলেও, অন্য আর একটি কেসে অভিযুক্ত হয়েছেন সুরয। ২০১৮ সালে জিয়ার মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর উপর। এই মৃত্যুর সত্যতাও অজানাই রয়ে গিয়েছে।
8 / 8
৮. প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় প্রবাসী বাঙালি প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের প্রথম হিন্দি মেগা ধারাবাহিক বালিকা বধু। এই ধারাবাহিকে তাঁর কাজ প্রশংসিত হয়। তিনি রিয়্যালিটি শে বিগ বস ৭-ও অংশ নেন। ১ এপ্রিল ২০১৬ সালে মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তাঁর মৃত্য রহস্য আজও উন্মোচন হয়নি।