Bangla NewsPhoto gallery Napoli unveil Diego Maradona statue and Napoli win over Lazio on the mark of anniversary of Diego Maradona
Diego Maradona Statue: নাপোলিতে উন্মোচিত হল দিয়েগো মারাদোনার মূর্তি
ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) ছাড়া একটা বছর কাটিয়ে ফেলেছে গোটা বিশ্ব। মাত্র তিন দিন আগেই ছিল মারাদোনার মৃত্যুবার্ষিকী। সেই উদ্দেশ্যে মারাদোনার কেরিয়ারের খুব কাছের ক্লাব নাপোলি (Napoli) ইতালির নেপলসে উন্মোচন করেছেন তাঁর এক সুদৃশ্য মূর্তি। সিরি আ-তে (Serie A) লাজিওর (Lazio) বিরুদ্ধে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে ম্যাচের আগে জনসমক্ষে সেই মূর্তি উন্মোচন করা হয়েছে। মারাদোনাস্মরণে বিশেষ জার্সি পরে খেলতে নেমেছিলেন মার্টিন্সরা। লাজিওর বিরুদ্ধে ৪-০ গোলে জিতে সিরি-আ-র শীর্ষে রয়েছে নাপোলি।
সিরি আ-তে (Serie A) লাজিওর (Lazio) বিরুদ্ধে ম্যাচের আগে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে জনসমক্ষে উন্মোচন করা হয়েছে দিয়েগো মারাদোনার (Diego Maradona) এক সুদৃশ্য মূর্তি।
2 / 4
মারাদোনাস্মরণে লাজিওর বিরুদ্ধে বিশেষ জার্সি পরে খেলতে নেমেছিলেন মার্টিন্সরা।
3 / 4
ক্লাব কেরিয়ারে নাপোলিতে মারাদোনা খেলার সময় ১৯৮৭ ও ১৯৯০ সালে দু'বার লিগ জিতেছিল নাপোলি।
4 / 4
চলতি মরসুমে ১৪ ম্যাচের ১১টিতে জয় ও ২টিতে ড্র ও ১টিতে হেরে ৩৫ পয়েন্ট নিয়ে সিরি-আ-র লিগ টেবলের শীর্ষে রয়েছে মারাদোনার পুরনো ক্লাব নাপোলি।