Tent City Varanasi: দরজা খুললেই গঙ্গা, থাকছে জিম-স্পা, বারাণসীর সেই বিলাসবহুল ‘ঠিকানা’র ছবি দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 14, 2023 | 1:35 PM

Tent City Varanasi: বারাণসীতে পর্যটনের নয়া আকর্ষণের নাম টেন্ট সিটি। নদীর ধারেই রয়েছে সুইমিং পুল।

1 / 6
কাশী বিশ্বনাথ মন্দিরই বারাণসীর মূল আকর্ষণ। তীর্থযাত্রীদের জন্য সাম্প্রতিককালে আরও বেশি সাজিয়ে তোলা হয়েছে বারাণসী। আর এবার সেখানেই গড়ে উঠল 'টেন্ট সিটি'।

কাশী বিশ্বনাথ মন্দিরই বারাণসীর মূল আকর্ষণ। তীর্থযাত্রীদের জন্য সাম্প্রতিককালে আরও বেশি সাজিয়ে তোলা হয়েছে বারাণসী। আর এবার সেখানেই গড়ে উঠল 'টেন্ট সিটি'।

2 / 6
শুক্রবারই 'টেন্ট সিটি'র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ও বিদেশি পর্যটকদে কথা ভেবেই এই বিলাসবহুল টেন্টগুলি তৈরি করা হয়েছে।

শুক্রবারই 'টেন্ট সিটি'র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ও বিদেশি পর্যটকদে কথা ভেবেই এই বিলাসবহুল টেন্টগুলি তৈরি করা হয়েছে।

3 / 6
পর্যটকেরা দুই ধরনের প্যাকেজ বেছে নিতে পারবেন। প্রথমটি, ১ রাত ২ দিনের ও দ্বিতীয়টি ২ রাত ৩ দিনের। জন প্রতি হিসেব করে খরচ ধার্য করা হয়েছে। রয়েছে ডিলাক্স টেন্ট, প্রিমিয়াম টেন্ট, কাশী স্যুট ও গঙ্গা দর্শন ভিলা। চারটির ক্ষেত্রে খরচ চার রকম।

পর্যটকেরা দুই ধরনের প্যাকেজ বেছে নিতে পারবেন। প্রথমটি, ১ রাত ২ দিনের ও দ্বিতীয়টি ২ রাত ৩ দিনের। জন প্রতি হিসেব করে খরচ ধার্য করা হয়েছে। রয়েছে ডিলাক্স টেন্ট, প্রিমিয়াম টেন্ট, কাশী স্যুট ও গঙ্গা দর্শন ভিলা। চারটির ক্ষেত্রে খরচ চার রকম।

4 / 6
১ রাত ২ দিনের প্যাকেজে খরচ পড়বে জন প্রতি ৭৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আর ২ রাত ৩ দিনের প্যাকেজে খরচ পড়বে জন প্রতি ১৫,০০০ থেকে ৪০,০০০ পর্যন্ত।

১ রাত ২ দিনের প্যাকেজে খরচ পড়বে জন প্রতি ৭৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আর ২ রাত ৩ দিনের প্যাকেজে খরচ পড়বে জন প্রতি ১৫,০০০ থেকে ৪০,০০০ পর্যন্ত।

5 / 6
প্রতি বছরের অক্টোবর থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত খোলা থাকবে এই টেন্ট সিটি। বাকি তিন মাস নদীর জল বেড়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যেতে পারে। ফোন নম্বরও পাওয়া যাবে সেখানেই।

প্রতি বছরের অক্টোবর থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত খোলা থাকবে এই টেন্ট সিটি। বাকি তিন মাস নদীর জল বেড়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যেতে পারে। ফোন নম্বরও পাওয়া যাবে সেখানেই।

6 / 6
বিলাস ব্যসনের সবরকম ব্যবস্থা থাকছে টেন্ট সিটিতে। দরজা খুললেই দেখা যাবে গঙ্গা। গঙ্গা স্নান করার জন্য থাকবে একটি ভাসমান কুন্ড। থাকবে জিম, স্পা, সুইমিং পুল। নদীর ধারে বসে যোগাসনও করা যেতে পারে।

বিলাস ব্যসনের সবরকম ব্যবস্থা থাকছে টেন্ট সিটিতে। দরজা খুললেই দেখা যাবে গঙ্গা। গঙ্গা স্নান করার জন্য থাকবে একটি ভাসমান কুন্ড। থাকবে জিম, স্পা, সুইমিং পুল। নদীর ধারে বসে যোগাসনও করা যেতে পারে।

Next Photo Gallery