FA Cup: নাথান আকের একমাত্র গোলে আর্সেনালকে হারাল ম্যান সিটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 28, 2023 | 9:40 AM

Manchester City vs Arsenal: এফএ কাপের (FA Cup) চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ অবধি ১-০ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার দল।

1 / 8
ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপের (FA Cup) চতুর্থ রাউন্ডের রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয়েছিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও মিকেল আতের্তার আর্সেনাল (Arsenal)। (ছবি-টুইটার)

ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপের (FA Cup) চতুর্থ রাউন্ডের রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয়েছিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও মিকেল আতের্তার আর্সেনাল (Arsenal)। (ছবি-টুইটার)

2 / 8
ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি ফোটে ম্যাঞ্চেস্টার সিটি শিবিরে। (ছবি-টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি ফোটে ম্যাঞ্চেস্টার সিটি শিবিরে। (ছবি-টুইটার)

3 / 8
ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি বনাম আর্সেনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।  (ছবি-টুইটার)

ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি বনাম আর্সেনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (ছবি-টুইটার)

4 / 8
দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় আর্সেনালের জাল কাঁপান ম্যান সিটির ডিফেন্ডার নাথান আকে (Nathan Ake)। জ্যাক গ্রিলিশের পাস থেকে দারুণভাবে গোল করেন নাথান। (ছবি-টুইটার)

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় আর্সেনালের জাল কাঁপান ম্যান সিটির ডিফেন্ডার নাথান আকে (Nathan Ake)। জ্যাক গ্রিলিশের পাস থেকে দারুণভাবে গোল করেন নাথান। (ছবি-টুইটার)

5 / 8
নাথান আকের এক মাত্র গোলেই এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। (ছবি-টুইটার)

নাথান আকের এক মাত্র গোলেই এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। (ছবি-টুইটার)

6 / 8
এক গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আর্সেনালের আক্রমণের ধার কিছুটা বাড়ে। যদিও শেষ অবধি গোল শোধ করতে পারেননি বুকায়ো সাকারা। (ছবি-টুইটার)

এক গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আর্সেনালের আক্রমণের ধার কিছুটা বাড়ে। যদিও শেষ অবধি গোল শোধ করতে পারেননি বুকায়ো সাকারা। (ছবি-টুইটার)

7 / 8
ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি এর আগে এফএ কাপের শেষ নয়টি ম্যাচে জিতেছিল। আর্সেনালের বিরুদ্ধে জয়ের পর, এখনও অবধি ঘরের মাঠে এফএ কাপে ম্যান সিটি ১০ ম্যাচে অপরাজিত। (ছবি-টুইটার)

ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি এর আগে এফএ কাপের শেষ নয়টি ম্যাচে জিতেছিল। আর্সেনালের বিরুদ্ধে জয়ের পর, এখনও অবধি ঘরের মাঠে এফএ কাপে ম্যান সিটি ১০ ম্যাচে অপরাজিত। (ছবি-টুইটার)

8 / 8
অবশেষে এফএ কাপে আর্সেনালের বিরুদ্ধে জিতল ম্যাঞ্চেস্টার সিটি। এর আগে এফএ কাপে চার বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রতিবারই জিতেছিল আর্সেনাল। এ বার সেই ছবিটা বদলে গেল। (ছবি-টুইটার)

অবশেষে এফএ কাপে আর্সেনালের বিরুদ্ধে জিতল ম্যাঞ্চেস্টার সিটি। এর আগে এফএ কাপে চার বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রতিবারই জিতেছিল আর্সেনাল। এ বার সেই ছবিটা বদলে গেল। (ছবি-টুইটার)

Next Photo Gallery
MS Dhoni: সাক্ষী অতীত? ফের বিয়ের পিঁড়িতে বসতে চান ধোনি!
Nusrat Jahan Fitness: টোন্ড ফিগারে ভাইরাল নুসরত, কোন মন্ত্রে জিরো ফিগার ধরে রেখেছেন সেলেব