Nathan Lyon: নাথান লিয়ঁর জাদুকরী স্পিনে কুপোকাত ভারত
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 02, 2023 | 6:13 PM
IND vs AUS, BGT 2023: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ভারত ব্যাটিং ভরাডুবিতে ভুগল। ইন্দোর টেস্টে ২ ইনিংস মিলিয়ে মোট ১১ টি উইকেট নিয়েছেন অজি তারকা স্পিনার নাথান লিয়ঁ (Nathan Lyon)। ৫ বছর আগে ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে নাথান লিয়ঁ এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন। ভারতের মাটিতে নাথান লিয়ঁ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং করলেন।
1 / 8
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টের দুই ইনিংসেই ভারত ব্যাটিং ভরাডুবিতে ভুগল। ইন্দোর টেস্টে ২ ইনিংস মিলিয়ে মোট ১১ টি উইকেট নিয়েছেন অজি তারকা স্পিনার নাথান লিয়ঁ (Nathan Lyon)। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে নাথান লিয়ঁ তুলে নিয়েছেন ৮টি উইকেট। (ছবি-এএফপি)
2 / 8
ইন্দোরে তৃতীয় টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ২৩.৩ ওভার বল করে ১টি মেডেনসহ ৬৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। ভারতের মাটিতে নাথান লিয়ঁ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং করলেন। (ছবি-বিসিসিআই)
3 / 8
পাঁচ বছর আগে ২০১৭ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে বেঙ্গালুরু টেস্টে এক ইনিংসে ৮টি উইকেট নিয়েছিলেন নাথান লিয়ঁ। পাঁচ বছর পরও সেই একই ছন্দে রয়েছেন অজি তারকা স্পিনার। (ছবি-পিটিআই)
4 / 8
টেস্ট কেরিয়ারে এই নিয়ে ২৩ বার ৫ উইকেট নিলেন ডান হাতি অজি তারকা স্পিনার নাথান লিয়ঁ। (ছবি-বিসিসিআই)
5 / 8
২০১৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সে বার ভারত সফরে এসে ট্রফি জেতা হয়নি অস্ট্রেলিয়ার। এ বার ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই মুহূর্তের ৪ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। (ছবি-পিটিআই)
6 / 8
যেদিকে এগোচ্ছে ইন্দোর টেস্ট, তাতে তৃতীয় দিনেই তৃতীয় টেস্ট শেষ হয়ে যাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। ইন্দোরে ভারতের দ্বিতীয় ইনিংস একাই গুড়িয়ে দিয়েছেন নাথান লিয়ঁ। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে লিয়ঁর শিকার হয়েছেন ভারতের যে আট ক্রিকেটার, তাঁরা হলেন - রোহিত শর্মা (১২), শুভমন গিল (৫), চেতেশ্বর পূজারা (৫৯), রবীন্দ্র জাডেজা (৭), শ্রীকর ভরত (৩), রবিচন্দ্রন অশ্বিন (১৬), উমেশ যাদব (০) ও মহম্মদ সিরাজ (০)। (ছবি-পিটিআই)
7 / 8
অস্ট্রেলিয়ার মাটিতে স্পিন বোলিং কঠিন। কিন্তু সেখানে সফল নাথান লিয়ঁ। ফলে, ভারতের স্পিন সহায়ক উইকেটে তিনি যে সাফল্য পাবেন সেটাই প্রত্যাশিত ছিল। (ছবি-পিটিআই)
8 / 8
ইন্দোরের হোলকার স্টোডিয়ামে নাথান লিয়ঁর ঘূর্ণিতে বেগ পেতে হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে বিরাট কোহলিদের। কিং কোহলির উইকেট নাথান লিয়ঁ পাননি ঠিকই, তবে তাঁর তৈরি করা চাপে অপর স্পিনার ম্যাথিউ কুহনেম্যানকে উইকেট দিয়ে বসেন বিরাট (১৩)। (ছবি-পিটিআই)