NISG Recruitment 2022: ৯ লক্ষ টাকা অবধি বেতন, সরকার অধীনস্থ এই সংস্থায় চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 13, 2022 | 8:30 AM

NISG Recruitment 2022: আবেদনকারীর অবশ্যই বিই, বিটেক, বিএসসি, এমবিএ ডিগ্রি থাকতে হবে।  এছাড়া এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

1 / 6
ফাইল চিত্রআপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় চলছে কর্মী নিয়োগ। ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্টের সদর দফতর দিল্লিতে চলছে কর্মী নিয়োগ। সিনিয়র অ্যানালিস্ট পদে চলছে নিয়োগ।

ফাইল চিত্রআপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় চলছে কর্মী নিয়োগ। ন্য়াশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্টের সদর দফতর দিল্লিতে চলছে কর্মী নিয়োগ। সিনিয়র অ্যানালিস্ট পদে চলছে নিয়োগ।

2 / 6
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে ৫ বছরের চুক্তিতে সিনিয়র অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। পরে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্মার্ট গভার্মেন্ট সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে ৫ বছরের চুক্তিতে সিনিয়র অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। পরে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

3 / 6
কাজ-    ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়ার অধীনে রেগুলার অথেনটিকেশন ও ই-কেওয়াইসি প্রোডাকশনের ট্রানজাকশন রিপোর্ট তৈরি করতে হবে।

কাজ-    ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়ার অধীনে রেগুলার অথেনটিকেশন ও ই-কেওয়াইসি প্রোডাকশনের ট্রানজাকশন রিপোর্ট তৈরি করতে হবে।

4 / 6
অভিজ্ঞতা-  এই পদে আবেদনের জন্য আবেদনকারীর ৪ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্য প্রযুক্তি বা টেলিকম সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে অগ্রগণ্য়তা দেওয়া হবে। 

অভিজ্ঞতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীর ৪ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্য প্রযুক্তি বা টেলিকম সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে অগ্রগণ্য়তা দেওয়া হবে। 

5 / 6
শিক্ষাগত যোগ্যতা-  আবেদনকারীর অবশ্যই বিই, বিটেক, বিএসসি, এমবিএ ডিগ্রি থাকতে হবে।  এছাড়া এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর অবশ্যই বিই, বিটেক, বিএসসি, এমবিএ ডিগ্রি থাকতে হবে।  এছাড়া এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

6 / 6
বেতন-  এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বার্ষিক বেতন ৪ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা বেতন হবে।

বেতন- এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বার্ষিক বেতন ৪ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা বেতন হবে।

Next Photo Gallery
Vitamin E for Winter Skin: শীতে ভিটামিন ই-র সঙ্গে বন্ধু পাতান, ত্বকের সমস্যা চিরতরে দূর হবে
SBI-র অ্যাকাউন্ট থেকে হঠাৎ টাকা কেটে নিয়েছে? কী কারণে জানেন?