Dark Neck: গলায় ও ঘাড়ে কালো দাগ নিয়ে বিরক্ত? বেসন আর ওটসের গুণেই সব হবে মুশকিল আসান
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 25, 2023 | 7:48 AM
Natural Remedies: অনেকসময় সঠিক যত্ন না নেওয়ার ফলে ঘাড়ে ও গলায় কালো দাগ, কালো ছোপ তৈরি হয়। মেদ জমে থুতনি ভারি হয়ে ওঠে। এমনকি স্তরে স্তরে মেদ জমতে থাকে।
1 / 9
মুখের যত্ন তো নেওয়া হয় কিন্তু গলা ও ঘাড়ের জন্যও যে বিশেষ যত্নের প্রয়োজন, তা অনেকেই বোঝেন না। নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে মুখের পাশাপাশি গলা ও ঘাড়ের ও দেখভাল করা দরকার।
2 / 9
অনেকসময় সঠিক যত্ন না নেওয়ার ফলে ঘাড়ে ও গলায় কালো দাগ, কালো ছোপ তৈরি হয়। মেদ জমে থুতনি ভারি হয়ে ওঠে। এমনকি স্তরে স্তরে মেদ জমতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের উপর বলিরেখা, ঘাড় ঝুলে যাওযা, ফাইন লাইনস তৈরি হওয়ার সমস্যা বাড়ে। তাই ঘাড় ও গলার যত্নের জন্য সেরা প্রাকৃতিক সৌন্দর্যের টিপস দেওয়া রইল এখানে...
3 / 9
উজ্জ্বল ও ফর্সাভাবের জন্য বেসন: প্রত্যেক বাড়িতে বেসন মজুত থাকেই। দই বা টমেটোর পিউরি বা দুধের মালাইয়ের সঙ্গে বেসন মিশিয়ে পেস্টটি ব্যবহার করুন। নিয়মিত ঘাড়ে ও গলায় প্রয়োগ করলে দ্রুত উজ্জ্বল হয়ে ওঠে। কালো দাগ হয় উধাও। এই প্যাক আবার বডিপ্যাক হিসেবেও ব্যবহার করা যায়।
4 / 9
স্ক্রাবিং: ঘাড়ের যত্নের জন্য স্ক্রাবিং হল গুরুত্বপূর্ণ ও সহজ বিউটি টিপস। সপ্তাহে একবার বা দুবার ঘাড় ও গলায় এক্সফোলিয়েট করুন। ঘাড়ের খাঁজে জমে থাকা ময়লা ও কালো ছোপ ও মৃত ত্বক নির্মূল হয় দ্রুত। তাতে বলিরেখাও পড়ে না। মসৃণ ও পরিষ্কার করে তোলার জন্য স্ক্রাবিং করা আবশ্যিক।
5 / 9
তৈলাক্ত ত্বকের জন্য ওটস: ওটস ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। তাতে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল। আধ কাপ ওটমিল তাওয়ার মধ্যে ভেজে নিন। এবার সেটি ঠান্ডা করে গুঁড়ো করে নিন। তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণের মধ্যে একটি পাতিলেবুর রস দিন। ১৫ মিনিটের জন্য এই প্যাক ঘাড়ে বা গলায় রেখে দিন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাক আদর্শ প্যাক।
6 / 9
পিগমেন্টেড ত্বকের জন্য প্যাক: পিচ ফল এখন বেশ পরিচিত। সেই ফলের রস বের করে তাতে দই ও মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। ১৫ মিনিটের জন্য রেখে দিন গলায় ও ঘাড়ে, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি পিগমেন্টেড ত্বকের জন্য দারুণ উপকারী। এই প্যাকটি ধুয়ে ফেলার সময় হালকা গরম জল ব্যবহার করুন। তারপর মুখে কিছু ঠান্ডা জল ছিটিয়ে নিন। ঠান্ডা জল ব্যবহার করলে ত্বক থাকে আরও টানটান।
7 / 9
ডিমের সাদা অংশের প্যাক: ডিমের সাদা অংশ নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তাতে এক চা চামচ মধু বা গ্লিসারিন যোগ করে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখ ও ঘাড় প্রয়োগ করে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এই প্যাকটি ত্বককে উজ্জ্বল ও টানটান করে তোলে।
8 / 9
ভিটামিন ই: ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজড করতে ভিটামিন ই অসম্ভব একটি ভালো উপাদান। মুখ ও ঘাড়ের বলিরেখা, ফাইন লাইনস কমাতে এই ভিটামিন ই-এর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। চোখের নীচে, মুখের চারপাশে ব্যবহার করতে পারেন। তাতে ত্বক থাকে টানটান। আমন্ড তেলে রয়েছে ভরপুর ভিটামিন ই। নিয়মিত ব্যবহার করে ম্যাসাজ করলে ত্বককে টানটান করতে পারে, বিশেষ করে ঘাড়ের চারপাশে করলে উপকার পাবেন আপনি।
9 / 9
ফল: ত্বকের যে কোনও সমস্যা নিরাময়ের জন্য ফলের রয়েছে অনেক গুণ। ডিমের সাদা অংশের সঙ্গে কলা বা পেঁপে চটকে একটি প্যাক তৈরি করুন। ত্বককে টানটান ও উজ্জ্বল করে তুলতে এই টোটকা অনেক উপকারী। ঘাড়ে ও গলায় কালো ছোপ উঠে ত্বক হয়ে ওটে ফর্সা ও দাগহীন।