সোশ্যাল মিডিয়ায় 'স্টার' নভজ্যোত সিং সিধুর মেয়ে রাবিয়া। ইনস্টাগ্রামে প্রায় ৭০ হাজারের মতো ফলোয়ার্স। বলিউডি নায়িকাদের মতোই গ্ল্যামারাস ফোটো শেয়ার করেন রাবিয়া সিধু। (ছবি:ইনস্টাগ্রাম)
ক্রিকেটারের মেয়ে অবশ্য বাবার পথে হাঁটেননি। রাবিয়া পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সিঙ্গাপুরের LASALLE কলেজ অফ আর্টস থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। এরপর লন্ডনে গিয়ে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন। (ছবি:ইনস্টাগ্রাম)
রাবিয়া প্রথমবার শিরোনামে আসেন পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময়। বাবার জন্য নির্বাচনী প্রচারে নেমেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)
নির্বাচনে বাবা না জিতলে বিয়ে করবেন না। প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য় করে বসেন রাবিয়া সিধু। যা নিয়ে হইচই পড়ে যায়। (ছবি:ইনস্টাগ্রাম)
বহু পুরনো একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে নভজ্যোৎ সিং সিধু এখন জেলে। তাতে রাবিয়ার ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি কমে যায়নি।(ছবি:ইনস্টাগ্রাম)
ট্র্যাডিশনাল থেকে পশ্চিমী। সবরকম পোশাকেই স্বচ্ছন্দ তিনি। প্রায়ই নতুন নতুন ফোটোশ্যুটে অনুরাগীদের মন জয় করে নেন।(ছবি:ইনস্টাগ্রাম)