Navratri Fashion: নবরাত্রির তৃতীয় দিনে সেজে উঠুন ধূসরের সাজে! স্টাইল করুন তারকাদের মত…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 09, 2021 | 9:23 AM
নবরাত্রির দিনভিত্তিক উদযাপন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উৎসবের তৃতীয় দিনের রঙ ধূসর। চন্দ্রঘণ্টা দেবীর কপালে তিনি অর্ধচন্দ্র বহন করেন এবং তাঁর প্রিয় রং ধূসর। তাই...
1 / 6
নবরাত্রির তৃতীয় দিনকে উজ্জ্বল করতে একটি নিখুঁত ডিজাইনের শাড়ি বেছে নিন। মাধুরীর এই সাজের মতোই একটা স্টেটমেন্ট শাড়ির সঙ্গে একজোড়া ধূসর সাদা জুতো পরে নিন। এই সামগ্রিক ধূসর শেড আপনার নবরাত্রির উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।
2 / 6
করিনার ধূসর লেহেঙ্গা নবরাত্রির জন্য নিখুঁত। একই রঙের ব্লাউজ এবং লেহেঙ্গা বেছে নিন। স্ট্রেট চুল, একটা নেকপিস এবং হাতের গয়না দিয়ে আপনার সাজকে সম্পূর্ণ করুন।
3 / 6
নবরাত্রি পালনের জন্য মূলত শাড়ি পরা হয়। মৌনি রায়ের মতো আপনার শাড়ির সাজ ব্যবহার করতে পারেন। সঙ্গে হ্যান্ডব্যাগ আর ম্যাচিং জুতো পরলে তো আপনার সাজ সামগ্রিকভাবে অন্য মাত্রা পেয়ে যাবে।
4 / 6
শারারা লুক আজকাল ট্রেন্ডে আছে। শ্রদ্ধা কাপুরের মতো একটি ধূসর রঙের শারারা বেছে নিন। আপনার এই লুকের সঙ্গে বড় কানের দুল এবং স্মোকি আই শেড মিলিয়ে নিন। দেখবেন আপনার সাজ একটা নতুন মোড় নিয়েছে।
5 / 6
শিল্পার চেহারা সব সময়ই উচ্চ প্রশংসিত। তাঁর এই নবরাত্রির ধূসর প্রিন্ট করা কাজের মধ্যে আপনি আপনার পছন্দের সাজ খুঁজে নিতে পারেন। হাতে সামান্য গয়না এবং বড় কানের দুল দিয়ে আপনার লুকের এথনিক দিক আরও বেশি করে ফুটিয়ে তুলতে পারেন।
6 / 6
মালাইকা অরোরা একটি ধূসর সিল্কের সাদা শাড়ি পরেছেন। যা তাৎক্ষণিকভাবে তাঁর চেহারাকে উজ্জ্বল করে। এমনকি যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত ধূসর পোশাক নাও থাকে, আপনি সবসময় মালাইকার মতো একটা স্কার্ফ যোগ করতে পারেন।