Navya Naveli Jaya Bachchan: অমিতাভ এবং জয়া বচ্চনের সঙ্গে কেমন সম্পর্ক নভ্যার?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Nov 10, 2021 | 11:48 AM
Navya Naveli Jaya Bachchan: সদ্য জয়া বচ্চনের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নভ্যা। উজ্জ্বল হলুদ রঙের কামিজ, ওড়নায় সেজেছিলেন তিনি। জয়া বচ্চনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে।
1 / 7
নভ্যা নভেলি নন্দা। স্টার কিড। কারণ তাঁর দাদু, দিদিমা হলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। শ্বেতা নন্দার মেতে নভ্যা। দাদু, দিদিমার সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক।
2 / 7
সদ্য জয়া বচ্চনের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নভ্যা। উজ্জ্বল হলুদ রঙের কামিজ, ওড়নায় সেজেছিলেন তিনি। জয়া বচ্চনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে। জয়ার পরনে ছিল অফ হোয়াইট সিল্ক। সরু লাল পাড়। হিরের গয়নায় সেজেছিলেন তিনি।
3 / 7
পরের প্রজন্মের প্রথম সন্তান নভ্যা। তাই সকলেরই আদরের তিনি। জয়া বা অমিতাভের সঙ্গে এর আগেই বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
4 / 7
নভ্যার প্রেম নিয়েও বলি মহলে কম জল্পনা নেই। মিজান জাফরির সঙ্গে নভ্যার সম্পর্ক নিয়ে বহু গসিপ রয়েছে সিনে মহলে। যদিও প্রকাশ্যে বারবারই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তাঁরা।
5 / 7
আগে এক সাক্ষাৎকারে নভ্যা জানান, তিনি বাবার ব্যবসাতে যোগ দিতে চান। তাঁর কথায়, “আমার পরিবারকে ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চতুর্থ প্রজন্ম এবং প্রথম মহিলা।”
6 / 7
নভ্যার প্রপিতামহ এইচপি নন্দা এই ব্যবসা শুরু করেন। পিতামহ এবং বাবার পরে সেই ব্যবসার ভার এ বার নিতে চলেছেন নন্দা।
7 / 7
দাদু, দিদিমা, মামা, মামির মতো বলিউডে নিজের কেরিয়ার তৈরি করতে চান না নভ্যা। কিছু মডেলিং তিনি করেছেন। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বলিউডে কেরিয়ার তৈরি করার কথা তিনি ভাবেননি বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।