
দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ (Diamond League) ট্রফি জিতেছেন নীরজ চোপড়া। ভারতের এই জ্যাভলিন (Javelin) থ্রোয়ার বিশ্ব মঞ্চেও আইকন। (ছবি : টুইটার)

প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ভারতকে সোনার পদকও দিয়েছেন নীরজ (Neeraj Chopra)। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছিল ডায়মন্ড লিগেও। (ছবি : টুইটার)

একটি ইভেন্টে চোটের কারণে অংশ নিতে পারেননি নীরজ। তারপরও ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হয়েছেন। (ছবি : টুইটার)

নয়াদিল্লিতে রাজপুতানা রাইফেল রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনীর (Indian Army) কর্মী নীরজকে এভাবেই স্বাগত (Grand Reception) জানানো হয় সেনাবাহিনীর তরফে। (ছবি : টুইটার)

নীরজকে সংবর্ধিত করেন লেফটেন্যান্ট জেনারেল সিপি কারিয়াপ্পা এবং রাজপুতানা রাইফেল রেজিমেন্টের কর্নেল। (ছবি : টুইটার)