Rishi Kapoor Birthday: ঋষির জন্মদিনের একদিন আগেই নস্ট্যালজিয়ায় ভাসলেন নীতু…

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:21 PM

Rishi Kapoor Birthday: ঋষি আনন্দ করে নিজের জন্মদিন সেলিব্রেট করতেন। প্যাম্পার হতে ভালবাসতেন। তাই আগামিকাল তাঁর জন্মদিনে পরিবারের সদস্যরা নিজেদের মতো করেই সেলিব্রেট করবেন।

1 / 7
রাত পোহালেই ঋষি কাপুরের ৬৯তম জন্মদিন। সারা জীবন হুল্লোড় করে বেঁচে ছিলেন অভিনেতা। আনন্দ করতে ভালবাসতেন। জন্মদিনের আগে প্রয়াত অভিনেতাকে যেন আরও বেশি মিস করছেন স্ত্রী নীতু কাপুর।

রাত পোহালেই ঋষি কাপুরের ৬৯তম জন্মদিন। সারা জীবন হুল্লোড় করে বেঁচে ছিলেন অভিনেতা। আনন্দ করতে ভালবাসতেন। জন্মদিনের আগে প্রয়াত অভিনেতাকে যেন আরও বেশি মিস করছেন স্ত্রী নীতু কাপুর।

2 / 7
সোশ্যাল মিডিয়ায় শুক্রবার দিনভর ঋষির পুরনো বেশ কিছু ছবি শেয়ার করেছেন নীতু। সেই সব পুরনো দিন, একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা আজ দিনভর বারবার মনে পড়েছে তাঁর।

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার দিনভর ঋষির পুরনো বেশ কিছু ছবি শেয়ার করেছেন নীতু। সেই সব পুরনো দিন, একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা আজ দিনভর বারবার মনে পড়েছে তাঁর।

3 / 7
শুধু নীতু একা নন। ঋষি-নীতুর কন্যা ঋদ্ধিমা কাপুরও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবার ছবি। ঋদ্ধিমার মেয়েকে আদর করছেন ঋষি, এমন ছবি শেয়ার করে নস্ট্যালজিয়া উস্কে দিয়েছেন তিনি।

শুধু নীতু একা নন। ঋষি-নীতুর কন্যা ঋদ্ধিমা কাপুরও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবার ছবি। ঋদ্ধিমার মেয়েকে আদর করছেন ঋষি, এমন ছবি শেয়ার করে নস্ট্যালজিয়া উস্কে দিয়েছেন তিনি।

4 / 7
গত বছর ঋষির ৬৮তম জন্মদিনে ঋদ্ধিমা লিখেছিলেন, বাবা চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। এখন অনুভব করেন প্রায় প্রতিটি মুহূর্তেই যেন বাবা তাঁর সঙ্গে রয়েছেন। তিনি বিশ্বাস করেন, ঋষি যেখানে আছেন, সেখান থেকেই দেখছেন প্রিয়জনদের।

গত বছর ঋষির ৬৮তম জন্মদিনে ঋদ্ধিমা লিখেছিলেন, বাবা চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। এখন অনুভব করেন প্রায় প্রতিটি মুহূর্তেই যেন বাবা তাঁর সঙ্গে রয়েছেন। তিনি বিশ্বাস করেন, ঋষি যেখানে আছেন, সেখান থেকেই দেখছেন প্রিয়জনদের।

5 / 7
ঋষির জন্মদিনের আগে ভাইয়ের কথা মনে পড়ছে রণধীর কাপুরেরও। প্রায় পরপরই মা কৃষ্ণা কাপুর এবং দুই ভাই ঋষি এবং রাজীব কাপুরকে হারিয়ে তিনি অনেকটাই একা হয়ে পড়েছেন।

ঋষির জন্মদিনের আগে ভাইয়ের কথা মনে পড়ছে রণধীর কাপুরেরও। প্রায় পরপরই মা কৃষ্ণা কাপুর এবং দুই ভাই ঋষি এবং রাজীব কাপুরকে হারিয়ে তিনি অনেকটাই একা হয়ে পড়েছেন।

6 / 7
ঋষি আনন্দ করে নিজের জন্মদিন সেলিব্রেট করতেন। প্যাম্পার হতে ভালবাসতেন। তাই আগামিকাল তাঁর জন্মদিনে পরিবারের সদস্যরা নিজেদের মতো করেই সেলিব্রেট করবেন। মন খারাপ করে থাকলে, কোথাও ঋষিরও খারাপ লাগবে বলে মনে করেন তাঁরা।

ঋষি আনন্দ করে নিজের জন্মদিন সেলিব্রেট করতেন। প্যাম্পার হতে ভালবাসতেন। তাই আগামিকাল তাঁর জন্মদিনে পরিবারের সদস্যরা নিজেদের মতো করেই সেলিব্রেট করবেন। মন খারাপ করে থাকলে, কোথাও ঋষিরও খারাপ লাগবে বলে মনে করেন তাঁরা।

7 / 7
শুধু পরিবার নয়, আগামিকাল ঋষির জন্মদিনে সেলিব্রেট করতে চান বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীরাও।

শুধু পরিবার নয়, আগামিকাল ঋষির জন্মদিনে সেলিব্রেট করতে চান বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীরাও।

Next Photo Gallery