TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 06, 2022 | 8:38 PM
বিতর্কের কেন্দ্রে যখন নাম নেহা ধুপিয়া। বিতর্কিত পরিস্থিতিতে বারে বারে উঠে এসেছে এই সেলেবের নাম। কখনও বেফাঁস মন্তব্য, কখনও আবার ছবি ঘিরে নানা জল্পনা-চর্চা।
তবে রিয়ালিটি শো-এর বিচারক হয়ে আসার পর সর্বাধিক যে মন্তব্যের জেরে তিনি ভাইরাল হয়েছিলেন, তা হল মহিলাকে কেন চর!
কারণ একটাই, এক প্রতিযোগী জানিয়েছিলেন তিনি তাঁর প্রেমিকাকে চর মেরেছিলেন, তাঁর প্রেমিকা তাঁকে ঠকিয়ে আরও পাঁচ জনের সঙ্গে সম্পর্কে রয়েছে।
এটা শুনেই রেগে যান নেহা। জানান মহিলাদের গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে! এমন মন্তব্য সামনে আসার পরই ওঠে বিতর্কের ঝড়।
নেহা কীভাবে একজন নারীর ভুলকে এভাবে সাপোর্ট করতে পারে! ওঠে আরও বিতর্কের ঝড়। নারীদের কী ভুলেরও শাস্তি নিই।
এরপরই সোশ্যাল মিডিয়ার পাতায় চরম ট্রোল্ড হতে শুরু করেন নেহা ধুপিয়া। হতে হয় একাধিক প্রশ্নের মুখোমুখিও।