Salman Khan Controversy: ফার্ম হাউসে পোঁতা মৃতদেহ, সলমনের নামে অভিযোগ করেই বিপাকে প্রতিবেশী
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 03, 2022 | 4:59 PM
Salman Khan: মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই খবর। যদিও তা নিয়ে খুব একটা জলঘোলা হয়নি। শুধু তাই নয়, শিশুপাচার নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও সেই প্রশ্ন ধামাচাপাই থেকে যায়।
1 / 6
সলমন খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে এক প্রতিবেশী। অর্পিতা ফার্ম হাউস, সলমন খানের ভীষণ পছন্দের একটি জায়গা, অবসরে সেখানেই সময় কাটান তিনি।
2 / 6
কিন্তু কোথাও গিয়ে যেন সেই ফার্ম হাউসে নিয়েই বিপাকে পড়তে হয় খান স্টারকে। সলমন খানের ফার্ম হাউসের প্রতিবেশী কেতন কক্কড়, তিনি এই অভিযোগ এনেছিলেন।
3 / 6
জানিয়েছিলেন সলমন খানের ফার্ম হাউসে খুঁজলেই মিলবে মৃতদেহ। বিস্ফোরক এই মন্তব্য মুহূর্তে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল। যদিও বিষয়টা মোটেও ভাল চোখে দেখেননি সলমন খান।
4 / 6
তিনিও পাল্টা মামলা করেছিলেন। জানিয়েছিলেন, সেই ব্যক্তির দাবি ফার্ম হাউসে বেশ কিছুটা ল্যান্ড তার রয়েছে। আর তা ফেরত চাওয়াতে কোনও উত্তর মেলেনি।
5 / 6
সেই কারণেই এই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে মানহানি মালমা ঠুকতে পিছপা হননি সলমন খানের উকিল। এক সাক্ষাৎকারেই নাকি সলমনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন।
6 / 6
মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই খবর। যদিও তা নিয়ে খুব একটা জলঘোলা হয়নি। শুধু তাই নয়, শিশুপাচার নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও সেই প্রশ্ন ধামাচাপাই থেকে যায়।