Photo Gallery: নেদারল্যান্ডের রেক এবার বাংলায়! কী কী থাকছে এই আধুনিক ট্রেনে? চলবে কোথায়?
Foreign railway wreck in Asansol: নেদারল্যান্ডের রয়েছে এমন রেক। এবার তা পশ্চিমবঙ্গের মাটিতে। রেকগুলি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। আর চলবে আসানসোল (Asansol) ডিভিশনে।
Follow Us:
নেদারল্যান্ডের রয়েছে এমন রেক। এবার তা পশ্চিমবঙ্গের মাটিতে। রেকগুলি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। আর চলবে আসানসোল (Asansol) ডিভিশনে।
বিদেশি ঘরানার অত্যাধুনিক, ঝাঁ চকচকে রেক এবার দেখা যাবে আসানসোল ডিভিশনে। আসানসোল ঝাঁঝা রুটে চলবে ওই অত্যাধুনিক প্যাসেঞ্জার ট্রেন। রেকটি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের রায়বেরিলির মাটিতে। অত্যাধুনিক এই রেকে রয়েছে, গদিযুক্ত বসার আসন, প্রতি কামরায় চারটি করে সিসি ক্যামেরা, মেট্রোর আদলে দরজা, জানালা, আধুনিক বায়ো টয়লেট, রেসকিউ ডিভাইস মোড, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, সর্বত্রই সেনসরযুক্ত এবং বিমানের ককপিটের আদলে চালকের কেবিন।
লোকাল ট্রেনে চালকের বসার কেবিন না থাকলেও, এখানে থাকবে বিমানের ককপিটের আদলে চালকের বসার জন্য পুরো এসি কেবিন। চালকের সামনে থাকবে ডিসপ্লে বোর্ড, যেখানে সমস্ত তথ্য দেখতে পারবেন চালক। ট্রেনের গতি দ্রুত কমানো বাড়ানোর জন্য অত্যাধুনিক থ্রি-ফেজ এসি মোটর রয়েছে এই রেকে। ১২ কোচের এই গাড়িতে রয়েছে মোট ৪৮ টি সিসি ক্যামেরা, যা যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার করা হবে।
ট্রেন স্টিল বডি হওয়ায়, বাইরে থেকে দেখতেও লাগবে বেশ সুন্দর, বৃদ্ধি হবে সৌন্দর্য্য। দরজাও থাকবে সম্পূর্ণ মেট্রোর আদলেই। যাত্রীদের দাঁড়ানোর জন্য থাকবে বেশ কিছুটা জায়গা। ট্রেনের মধ্যেই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে ফুটে উঠবে পরবর্তী স্টেশনের নাম এবং শোনা যাবে ভয়েস।
তবে এত সুযোগ সুবিধাযুক্ত ট্রেনের ভাড়া কেমন হবে, তা নিয়ে এখনও অবশ্য কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। ‘অত্যাধুনিক একটি রেকটি এসেছে আসানসোলের লোকো শেডে। ট্রায়াল রান শেষ করে উর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ মত যাত্রীদের জন্য ব্যবহার করা হবে।