
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) ম্যাচে পর্তুগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ডাচরা। তবে সমতা ফেরাতে খুব বেশি দেরি করেনি পর্তুগালের মেয়েরা। কিন্তু গত বারের চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায়। শেষ অবধি আর গোল দিতে পারেনি পর্তুগাল। যার ফলে মেয়েদের ইউরো কাপের কোয়ার্টারে পৌঁছে গেল নেদারল্যান্ডস।

ম্যাচের বয়স যখন মাত্র ৭ মিনিট, তখন নেদারল্যান্ডসের হয়ে প্রথম গোল করেন ডামারিস ঈগুরোলা (Damaris Egurrola)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

প্রথম গোলের ঠিক নয় মিনিট পর, ১৬ মিনিটের মাথায় ডাচদের হয়ে দ্বিতীয় গোল স্তেফানি ভ্যান ডার গ্র্যাগটের (Stefanie van der Gragt)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

প্রথমার্ধ শেষ হওয়ার ৭ মিনিট আগে, ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পর্তুগালের হয়ে প্রথম গোল করে দলের হয়ে গোল ব্যবধান কমান ক্যারোল কোস্তা (Carole Costa)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

এরপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে, ম্যাচের ৪৭ মিনিটের মাথায় পর্তুগালকে সমতায় ফেরান ডায়ানা সিলভা (Diana Silva)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

মনে হচ্ছিল এই ম্যাচ ২-২ গোলে ড্র দিয়ে শেষ হবে। কিন্তু ৬২ মিনিটের মাথায় ডাচদের হয়ে জয়সূচক গোল করেন ড্যানিয়েলা ভ্যান ডি ডঙ্ক (Daniëlle van de Donk)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)