
যত দিন যাচ্ছে যেন শিথিল হয়ে যাচ্ছে বৈবাহিক বন্ধন। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনাও। আর সেই প্রবণতাকে হাতিয়ার করেই এবার নতুন ব্যবসাই ফেঁদে বসছেন কেউ কেউ।

৩৩ বছর বয়সী ব্যবসায়ী জিম হাফেনস। নেদারল্যান্ডে বসবাসকারী এই ব্যবসায়ী ডিভোর্সকে কেন্দ্র করে নিয়ে এসেছে নতুন ব্যবসা। খুলে ফেলেছেন ডিভোর্স হোটেল।

শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। নিয়ে এসেছেন উইকেন্ড ডিভোর্সের কনসেপ্টও। কি বুঝতে পারলেন না, বিষয়টা? আসলে জিম এমন এক হোটেল খুলে বসেছেন যেখানে গেলেই ডিভোর্স নিশ্চিত।

সেই বিবাহ বিচ্ছেদ আপনি পেয়ে যাবেন কোনও ঝুট ঝামেলা ছাড়াই। খালি শুক্রবার হোটেলে চেক ইন করতে হবে দম্পতিকে, রবিবারের মধ্যে মুক্তি পেয়ে যাবেন সঙ্গীর থেকে।

এই আজব হোটেল আপনাকে সম্পূর্ণ ডিভোর্স প্যাকেজের সুবিধা দেয়। অর্থাৎ ডিভোর্সের জন্য যা যা প্রয়োজন, যেমন ধরুন আইনজীবীদের দল, মধ্যস্থতাকারী সবকিছুই। এক কথায় বললে বিবাহ বিচ্ছেদের পরিবেশ গড়ে দেয় এই হোটেল।

বিবাহ বিচ্ছেদ এমনিতে খুব একটা সহজ ব্যাপার নয়। বার বার ছুটে যেতে হয় আদালতে। অনেক সময় খোরপোষ বা সম্পত্তি ভাগাআগি নিয়েও চলে টানাপোড়েন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই পদ্ধতি মানসিক এবং শারীরিক হেনস্থার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়।

সেই সমস্যার সমাধান দেয় এই ডিভোর্স হোটেল। এই হোটেলে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন সব কিছুই। পাবেন আইনি পরামর্শ, মানসিক চাপ কমানোর ব্যবস্থা থেকে ধ্যান করার ব্যবস্থাও। যা কোনও রকম মানসিক চাপ ছাড়াই দ্রুত আপনার বিবাহ বিচ্ছেদ করিয়ে দেয়।

নেদারল্যান্ডের হারলিম শহরে অবস্থিত এই 'দ্য সেপারেশন ইন' হোটেলটিতে ইতিমধ্যেই ১৭জোড়া দম্পতি থেকে এসেছেন। তাঁদের মধ্যে ১৬ জোড়া দম্পতিরই সফলভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বর্তমানে জিম নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসের মতো আমেরিকার শহরগুলিতেও এই হোটেল খোলার চেষ্টা চালাচ্ছেন।