
ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ডাচদের বিরুদ্ধে সুইডিশদের এগিয়ে দেন জনা অ্যান্ডারসন (Jonna Andersson)। (ছবি-টুইটার)

প্রথমার্ধের শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ডাচরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে নেদারল্যান্ডস। (ছবি-টুইটার)

দ্বিতীয়ার্ধে, ৫২ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে একমাত্র গোল করে দলকে সমতায় ফেরান জিল রোর্ড (Jill Roord)। (ছবি-টুইটার)

পিছিয়ে পড়েও শেষ অবধি ১-১ ড্র করে মাঠ ছেড়েছে গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। (ছবি-টুইটার)