Skin Care Tips: ত্বকে এই উপাদানগুলি ব্যবহার করার আগে জেনে নিন কী ক্ষতি হতে পারে আপনার

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 12, 2021 | 3:58 PM

বাজারে উপলব্ধ প্রসাধনী পণ্যের তুলনায় ঘরোয়া প্রতিকারকেই বেশি প্রাধান্য দেয় অনেকেই। তবে এমন কিছু বিষয় রয়েছে যা ত্বকে ব্যবহার করলে হিতে বিপরীতও হতে পারে। জেনে নিন সেগুলি কী কী...

1 / 5
গরম জল: শীতকালে গরম জল ছাড়া ভাবাই যায় না। কিন্তু ত্বকের ওপর সরাসরি গরম প্রয়োগ করেন তাহলে ত্বক রুক্ষ হয়ে যাবে। যদি তৈলাক্ত ত্বকের সমস্যা থাকে তাহলে রোমকূপ খুলে যাবে এবং ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে। এর বদলে ঈষদুষ্ণ জল ত্বকের ওপর প্রয়োগ করতে পারে, এতে ত্বকের পিএইচ ব্যালেন্সও ঠিক থাকবে।

গরম জল: শীতকালে গরম জল ছাড়া ভাবাই যায় না। কিন্তু ত্বকের ওপর সরাসরি গরম প্রয়োগ করেন তাহলে ত্বক রুক্ষ হয়ে যাবে। যদি তৈলাক্ত ত্বকের সমস্যা থাকে তাহলে রোমকূপ খুলে যাবে এবং ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে। এর বদলে ঈষদুষ্ণ জল ত্বকের ওপর প্রয়োগ করতে পারে, এতে ত্বকের পিএইচ ব্যালেন্সও ঠিক থাকবে।

2 / 5
লেবুর রস: ফেস প্যাকে লেবুর রস মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন। কিন্তু সরাসরি লেবুর রস ত্বকের ওপর প্রয়োগ করবেন না। লেবুর মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, এতে ত্বকে জ্বালাভাব সৃষ্টি হতে পারে এবং ত্বক পুড়ে যেতে পারে।

লেবুর রস: ফেস প্যাকে লেবুর রস মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন। কিন্তু সরাসরি লেবুর রস ত্বকের ওপর প্রয়োগ করবেন না। লেবুর মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, এতে ত্বকে জ্বালাভাব সৃষ্টি হতে পারে এবং ত্বক পুড়ে যেতে পারে।

3 / 5
টুথপেস্ট: ব্রণর হাত থেকে চটজলদি রেহাই পেতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের ওপর টুথপেস্ট ব্যবহার করলে পিগমেনটেশনের সমস্যা দেখা দেয়। তাই এই উপাদানটা এড়িয়ে চলাই ভাল।

টুথপেস্ট: ব্রণর হাত থেকে চটজলদি রেহাই পেতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের ওপর টুথপেস্ট ব্যবহার করলে পিগমেনটেশনের সমস্যা দেখা দেয়। তাই এই উপাদানটা এড়িয়ে চলাই ভাল।

4 / 5
এক্সপায়ার সানস্ক্রিন: দীর্ঘদিন ধরে একই সানস্ক্রিন ব্যবহার করছেন? তার এক্সপায়ারি ডেট খেয়াল করেননি? মেয়াদ ফুরানো সানস্ক্রিন ব্যবহার করবেন না। এতে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রেহাই পাওয়া যায় না, উপরন্ত ত্বকের ওপর সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।

এক্সপায়ার সানস্ক্রিন: দীর্ঘদিন ধরে একই সানস্ক্রিন ব্যবহার করছেন? তার এক্সপায়ারি ডেট খেয়াল করেননি? মেয়াদ ফুরানো সানস্ক্রিন ব্যবহার করবেন না। এতে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রেহাই পাওয়া যায় না, উপরন্ত ত্বকের ওপর সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।

5 / 5
ওয়াক্সিং: হাত ও পায়ের ত্বকের তুলনায় মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়। এখন অনেক পার্লারে মুখেও ওয়াক্সিং করা হয়। কিন্তু এটি বলিরেখা ও বার্ধক্যের সমস্যা আহ্বান জানায়। মুখে ওয়াক্স করলে র‍্যাশ, জ্বালাভাবের সমস্যাও দেখা দেয়।

ওয়াক্সিং: হাত ও পায়ের ত্বকের তুলনায় মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়। এখন অনেক পার্লারে মুখেও ওয়াক্সিং করা হয়। কিন্তু এটি বলিরেখা ও বার্ধক্যের সমস্যা আহ্বান জানায়। মুখে ওয়াক্স করলে র‍্যাশ, জ্বালাভাবের সমস্যাও দেখা দেয়।

Next Photo Gallery