TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 30, 2022 | 7:40 AM
ঘর পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাড়ু হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয়। সেই সঙ্গে শাস্ত্র মতে দীপাবলি উপলক্ষে ঝাড়ু পুজো করারও বিধান রয়েছে।
বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে পা রাখলে বা অপমান করলে জীবনে দারিদ্র্য আসে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার কিছু নিয়ম দেওয়া হয়েছে।
আসুন জেনে নিই জীবনে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত...
পুরনো ঝাড়ু ফেলতে গিয়ে এই ভুল করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি, শুক্রবার বা একাদশীতে কখনই পুরনো ঝাড়ু ফেলা উচিত নয়। কারণ এইদিনগুলিতে ঝাড়ু ফেললে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হোন ও গৃহে দারিদ্র্য নেমে আসে।
ঝাড়ুতে দেবী লক্ষ্মীর অধিবাস থাকার কারণে ঝাড়ুকে এমন জায়গায় ফেলবেন না যেখানে কারোর পা পড়ে। এ ছাড়া ঝাড়ু কখনই ড্রেনে বা কোনও গাছের কাছে ফেলা উচিত নয়। এটাও লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ফেলে দেওয়ার পর পুরনো বা ভাঙা ঝাড়ু পোড়াতে ভুলবেন না।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আপনি যদি পুরনো ঝাড়ু নিয়ে কিনতে চান, তবে শনিবার বা অমাবস্যার দিনটি এর জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া মনে রাখবেন পুরনো ঝাড়ু লুকিয়ে রেখে তবেই ঘরের বাইরে ফেলে দেওয়া উচিত।