Inauspicious in Astrology: হাত থেকে চিনি না নুন পড়া অশুভ! এই ৫ সাদা জিনিস মাটিতে পড়লে জীবন হবে ছাড়খার

Vastu Tips For Home: অনেক সময় আচমকা হাত পিছলে বা অজান্তে আমাদের হাত থেকে কিছু দরকারি জিনিস পড়ে যায়। এমন ঘটনাগুলির সঙ্গে বাস্তুর বিভিন্ন দিক লুকিয়ে রয়েছে। বা্তুশাস্ত্র মতে, এই ঘটনা অশুভ শক্তির ইঙ্গিত বলে মনে করা হয়

| Edited By: দীপ্তা দাস

Oct 01, 2023 | 11:23 AM

1 / 8
ঘরের মধ্যে এমন অনেক জিনিসপত্র থাকে, যেগুলির ব্য়বহার হয়ে থাকে, আর সেগুলি অশুভ শক্তির আকর্ষণ সবচেয়ে বেশি হয়। বাড়িতে সুখে-শান্তি বজায় রাখতে বাস্তুমতে খেয়াল রাখতে হবে যেন সেগুলি মাটিতে না পড়ে যায়।

ঘরের মধ্যে এমন অনেক জিনিসপত্র থাকে, যেগুলির ব্য়বহার হয়ে থাকে, আর সেগুলি অশুভ শক্তির আকর্ষণ সবচেয়ে বেশি হয়। বাড়িতে সুখে-শান্তি বজায় রাখতে বাস্তুমতে খেয়াল রাখতে হবে যেন সেগুলি মাটিতে না পড়ে যায়।

2 / 8
অনেক সময় আচমকা হাত পিছলে বা অজান্তে আমাদের হাত থেকে কিছু দরকারি জিনিস পড়ে যায়। এমন ঘটনাগুলির সঙ্গে বাস্তুর বিভিন্ন দিক লুকিয়ে রয়েছে। বা্তুশাস্ত্র মতে, এই ঘটনা অশুভ শক্তির ইঙ্গিত বলে মনে করা হয়।

অনেক সময় আচমকা হাত পিছলে বা অজান্তে আমাদের হাত থেকে কিছু দরকারি জিনিস পড়ে যায়। এমন ঘটনাগুলির সঙ্গে বাস্তুর বিভিন্ন দিক লুকিয়ে রয়েছে। বা্তুশাস্ত্র মতে, এই ঘটনা অশুভ শক্তির ইঙ্গিত বলে মনে করা হয়।

3 / 8
বাস্তুশাস্ত্র মতে, ঘরের বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলি হাত থেকে পড়ে গেলে জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বাস্তুমতে, কোন পাঁচটি জিনিস হাত থেকে পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র মতে, ঘরের বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলি হাত থেকে পড়ে গেলে জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বাস্তুমতে, কোন পাঁচটি জিনিস হাত থেকে পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়।

4 / 8
বস্তা বা হাত থেকে ধান পড়ে যাওয়া: হিন্দু ধর্ম মতে, পুজোপাঠে চাল ব্যবহার করা হয়। অক্ষত অর্থাৎ ভাত সবচেয়ে পবিত্র খাবার হিসেবে স্বীকৃত। চাল ভর্তি পাত্র যদি কারওর হাত থেকে ছুঁয়ে পড়ে যায় বা তার হাত থেকে চাল পড়ে যায় তাহলে কোনও অপ্রীতিকর অশুভ ঘটনার খবর পেতে পারেন।

বস্তা বা হাত থেকে ধান পড়ে যাওয়া: হিন্দু ধর্ম মতে, পুজোপাঠে চাল ব্যবহার করা হয়। অক্ষত অর্থাৎ ভাত সবচেয়ে পবিত্র খাবার হিসেবে স্বীকৃত। চাল ভর্তি পাত্র যদি কারওর হাত থেকে ছুঁয়ে পড়ে যায় বা তার হাত থেকে চাল পড়ে যায় তাহলে কোনও অপ্রীতিকর অশুভ ঘটনার খবর পেতে পারেন।

5 / 8
নুন পড়ে যাওয়া: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি হাত থেকে নুন পড়ে যায় তাহলে তা অশুভ। এমনকি আর্থিক সংকটের শিকার হতে পারেন। নুন কমে যাওয়াও জীবনে নানা ধরনের সমস্যা শুরু হয়। জন্মকুণ্ডলীতে উপস্থিত গ্রহগুলির নেতিবাচক প্রভাব দিতে শুরু করে। মনে করা হয়, লবণ হাত থেকে পড়ে যাওয়া বয়সের সঙ্গে তুলনা করা হয়।

নুন পড়ে যাওয়া: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি হাত থেকে নুন পড়ে যায় তাহলে তা অশুভ। এমনকি আর্থিক সংকটের শিকার হতে পারেন। নুন কমে যাওয়াও জীবনে নানা ধরনের সমস্যা শুরু হয়। জন্মকুণ্ডলীতে উপস্থিত গ্রহগুলির নেতিবাচক প্রভাব দিতে শুরু করে। মনে করা হয়, লবণ হাত থেকে পড়ে যাওয়া বয়সের সঙ্গে তুলনা করা হয়।

6 / 8
চিনি পড়ে যাওয়া: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির হাত থেকে চিনি বা চিনি ভর্তি পাত্র পড়ে যায় তাহলে তা অশুভ প্রভাব বিরাজ করে। সনাতন ধর্মে ঈশ্বরকে প্রসাদ হিসেবে চিনি ব্যবহার করা হয়। তাই চিনি পড়ে যাওয়াকে অশুভ প্রভাব বলে মনে করা হয়।

চিনি পড়ে যাওয়া: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির হাত থেকে চিনি বা চিনি ভর্তি পাত্র পড়ে যায় তাহলে তা অশুভ প্রভাব বিরাজ করে। সনাতন ধর্মে ঈশ্বরকে প্রসাদ হিসেবে চিনি ব্যবহার করা হয়। তাই চিনি পড়ে যাওয়াকে অশুভ প্রভাব বলে মনে করা হয়।

7 / 8
দুধ পড়ে যাওয়া: জ্যোতিষশাস্ত্রে হাত থেকে দুধ পড়াকেও অশুভ বলে মনে করা হয়। হাত থেকে দুধ পড়ে গেলে সন্তানের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয়। অথচ এই দুধ যদি গ্যাস বা আভেন গরম করার সময় উথলে পড়ে তবে তা শুভ বলে মনে করা হয়।

দুধ পড়ে যাওয়া: জ্যোতিষশাস্ত্রে হাত থেকে দুধ পড়াকেও অশুভ বলে মনে করা হয়। হাত থেকে দুধ পড়ে গেলে সন্তানের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয়। অথচ এই দুধ যদি গ্যাস বা আভেন গরম করার সময় উথলে পড়ে তবে তা শুভ বলে মনে করা হয়।

8 / 8
নারকেল পড়ে যাওয়া: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির হাত থেকে নারকেল পড়ে যায় তাহলে উক্ত ব্যক্তির চাকরি বা কেরিয়ারে বাধা আসতে পারে।

নারকেল পড়ে যাওয়া: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির হাত থেকে নারকেল পড়ে যায় তাহলে উক্ত ব্যক্তির চাকরি বা কেরিয়ারে বাধা আসতে পারে।