Weight-Loss Medicine: রোগা হওয়ার ওষুধের জোগান দিতে হিমশিম খাচ্ছে এই ড্রাগ সংস্থা! আশঙ্কায় বিজ্ঞানীরা
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 07, 2021 | 1:24 PM
মিষ্টি দেখলে লোভ সামলাতে পারেন না! আবার শরীর থেকে মেদ ঝরাতেও জিমে যেতে হবে না। কারণ বাজারে এখন রোগা হওয়া, ওজন কমানোর ওষুধের চাহিদা তুঙ্গে। ভাবছেন, এ আবার কবে ঘটল?
1 / 9
মার্কিন দেশে ওবেসিটি বা স্থূলতা রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। করোনা অতিমারির জেরে মানুষ এখন স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছেন বেশি।
2 / 9
ফলে রোগা হওয়ার মেডিসিন বাজারে খোঁজ পড়ে দ্রুত। আর সেই সমস্যার সমাধান হিসেবে এগিয়ে আসে কয়েকটি ওষুধ সংস্থা। তাদের মধ্যে অন্যতম Novo Nordisk A/S।
3 / 9
জুন মাস থেকে এই বিশেষ ইনজেকশনের চাহিদা এতটাই বেড়ে যায় যে উত্পাদন করতে হিমশিম খাচ্ছে সংস্থা। সপ্তাহে একবার এই ইনজেকশন নিলে মানুষের খিদে কমিয়ে দেয়, শরীরের ওজনের প্রায় ১৫ শতাংশ কমিয়ে দিতে সক্ষম।
4 / 9
গত তিনমাসে ড্য়ানিশ এই ওষুধ প্রস্তুতকারক স্থূলতা-ওষুধের আয় অভূতপূর্ব ৪১% বৃদ্ধি পেয়েছে।তাই আগামী দিনগুলিতে যে এই ধরনের ওষুধ মার্কিন দেশে ছেড়ে অন্যান্য দেশেও চাহিদা বাড়বে, তা বলাই বাহুল্য।
5 / 9
সংস্থার কর্মকর্তার দাবি, মহামারির কারণে এই ধরণের মেডিসিন বাজারে বেশি চাহিদা বেড়েছে। ওষুধটি প্রেসক্রিপশনে প্রথম স্লিমিম ওষুধ হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য আমেরিকায় মোচ সাত বছরের ছাড়পত্র পেয়েছে।
6 / 9
নোভো, ডায়াবেটিস চিকিত্সার জন্য সর্বাধিক ব্যবহার করা হয়। বিশ্বব্যাপী স্থূলতা মহামারী চিকিত্সার জন্য অগ্রণী ভূমিকা পালন করে।
7 / 9
গবেষণা বলেছে, ২০২৫ সালের মধ্যে আনুমানিক ২০ কোটিরও বেশি মানুষ ওবেসিটি রোগে ভুগবেন। যা ডায়াবেটিস, হৃদরোগ সমস্যা ও ক্যানসার রোগের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। বাড়বে স্বাস্থ্য পরিচর্চার জন্য খরচ বাড়বে।
8 / 9
২০১৮ সাল থেকে মার্কিন রাজ্যে প্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশেরও বেশি স্থূলতা প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে, নোভোর এই ওষুধ সারা বিশ্বে সেরা মেডিসিন হিসেবে স্বীকৃতি পেতে পারে। ২০২৪ সালে এই সংস্থার বার্ষিক আয় হবে প্রায় ৩.২ বিলিয়ন!
9 / 9
পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই এই মেডিসিনটি খিদে পাওয়া ও খাদ্য গ্রহণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তবে এই মেডিসিনের জেরে রোগীদের মধ্যে বমি ও অ্যাসিডিটির লক্ষণ দেখা গিয়েছে।