Bangla NewsPhoto gallery Neymar dyes his hair and changes his look to return round of sixteen match against South korea
NEYMAR: নকআউটে নিউ-লুকে নেইমার, দেখে নিন ছবি…
বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর আগে মানসিক এবং শারীরিক ভাবে দারুণ জায়গায় ছিলেন নেইমার (Neymar)। ব্রাজিল তারকার স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ৯ বার ফাউল করা হয় তাঁকে। গোড়ালিতে গুরুতর চোট পান নেইমার। একটা সময় আশঙ্কা তৈরি হয়েছিল আদৌ তাঁকে বিশ্বকাপে আর পাওয়া যাবে কিনা। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিন আশার আলো দেখা যায়। ম্যাচের আগে হোটেলে ফিটনেস অনুশীলন করেন নেইমার। টিম বাসে মাঠে আসেন। সাইড লাইনে খোশমেজাজে দেখা যায়। পরদিনই বল পায়ে অনুশীলনেও নেমে পড়েন। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আজ নামছেন নেইমার। তার আগে চুলের রং বদল। কালো থেকে সাদা হলেন নেইমার।