TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 11, 2022 | 1:30 PM
মেসির পাস থেকে নেইমারের গোল একইসঙ্গে পিএসজির জয়। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ব্রিস্টের বিরুদ্ধে ১-০ গোলে জিতলেন মেসি-নেইমাররা। (ছবি:টুইটার)
চলতি মরসুমে গোল করার থেকে অ্যাসিস্টে বেশি মনোযোগ দিয়েছেন মেসি। ম্যাচের ৩০ মিনিটে ৩০ গজ দূর থেকে লিও-র পাস থেকে গোল করে দলকে জেতালেন ব্রাজিলিয়ান।(ছবি:টুইটার)
চলতি মরসুমে এখনও পর্যন্ত ৯টি ম্যাচে ১০টি গোল করে ফেললেন নেইমার। রয়েছে ৭টি অ্যাসিস্ট।(ছবি:টুইটার)
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ মিস করেন মেসি। ৭০ মিনিট নাগাদ ম্যাচের ফেরার সুযোগ পায় বিপক্ষ দল। পেনাল্টি বাঁচিয়ে হিরো বনে যান পিএসজির গোলকিপার জিয়ানলুইগি ডোন্নারুমা।(ছবি:টুইটার)
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল পিএসজি। তাদের বর্তমান পয়েন্ট ১৯।(ছবি:টুইটার)