
টেনিস দুনিয়ায় ব্যাড বয় বলে পরিচিত নিক কির্গিওস (Nick Kyrgios)। তিনি এ বারের উইম্বলডনের রানার্স আপ। ফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের কাছে হারেন তিনি। তবে ফাইনালে ওঠার আনন্দটাই এখনও উপভোগ করে চলেছেন অজি টেনিস তারকা। (ছবি-নিক কির্গিওস ইন্সটাগ্রাম)

বাহামাসে এ বার বাগদত্তা কোস্টিন হাজিকে (Costeen Hatzi) সঙ্গে নিয়ে হাজির নিক কির্গিওস। নীল সমুদ্রের মাঝে চুটিয়ে ছুটি উপভোগ করছেন নিক। (ছবি-কোস্টিন হাজি ইন্সটাগ্রাম)

নিক ও কোস্টিন দু'জনই তাঁদের ইন্সটাগ্রামে বাহামাসে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। (ছবি-নিক কির্গিওস ও কোস্টিন হাজি ইন্সটাগ্রাম)

এক কোমর নীল জলে দাঁড়িয়ে বাগদত্তা কোস্টিনের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা গিয়েছে টেনিসের ব্যাড বয়কে। (ছবি-কোস্টিন হাজি ইন্সটাগ্রাম)

নীল সমুদ্র, সূর্যের আভা ও সমুদ্র তীরে বালি... এই পরিবেশে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন নিক ও কোস্টিন। যার ঝলকও তাঁরা তুলে ধরেছেন ইন্সটাগ্রামে। নিকের বাগদত্তা মডেল কোস্টিন সেই ছবির ক্যাপশনে আবার লেখেন, "এই হলিডেটা নিশ্চিতভাবে প্রাপ্য ছিল।" (ছবি-কোস্টিন হাজি ইন্সটাগ্রাম)