FIFA World Cup 2022: দ্বিতীয় ডিভিশনের স্ট্রাইকারের গোলেই বেঁচে জার্মানির বিশ্বকাপ স্বপ্ন
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 28, 2022 | 4:09 PM
নিকলাস ফুলক্রুগ। রবিবার রাতের স্পেন বনাম জার্মানি ম্যাচের আগে এই নামটির সঙ্গে কতজন পরিচিত ছিলেন তা নিয়ে রীতিমতো তর্ক হতে পারে। ম্যাচের ৮৩ মিনিটে ফুলক্রুগের গোল কাতার বিশ্বকাপে জার্মানির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
1 / 5
নিকলাস ফুলক্রুগ। রবিবার রাতের স্পেন বনাম জার্মানি ম্যাচের আগে এই নামটির সঙ্গে কতজন পরিচিত ছিলেন তা নিয়ে রীতিমতো তর্ক হতে পারে। ম্যাচের ৮৩ মিনিটে ফুলক্রুগের গোল কাতার বিশ্বকাপে জার্মানির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। ম্যাচ ১-১ ড্র হয়। (ছবি:টুইটার)
2 / 5
কে এই ফুলক্রুগ? ফুটবল সমর্থকদের মধ্যে জার্মানির এই নয়া তারকাকে নিয়ে খোঁজ খোঁজ রব। জার্মানির দ্বিতীয় ডিভিশনের ক্লাব ওয়েডার ব্রেমেনের হয়ে খেলেন নিকলাস ফুলক্রুগ। সেখান থেকে জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে ডাক এবং তাঁরই গোলে বিশ্বকাপের মঞ্চে জার্মানির নকআউটের স্বপ্ন বেঁচে। ভাবা যায়!(ছবি:টুইটার)
3 / 5
২৯ বছর বয়সে জার্মানির জাতীয় দলের হয়ে খেলতে পারবেন তাও আবার বিশ্বকাপে--এমনটা স্বপ্নেও ভাবেননি। বিশ্বকাপের আগে ওমানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অভিষেক হয় ফুলক্রুগের। ডেবিউ ম্যাচেই জার্মানির জার্সিতে গোল করেন। তবুও জাপানের বিরুদ্ধে হারের ম্যাচে সুযোগ হয়নি।(ছবি:টুইটার)
4 / 5
সেই হারের জেরেই স্পেনের বিরুদ্ধে জার্মান দলে পরিবর্তনের দিকে ঝোঁকেন কোচ হ্যান্সি ফ্লিক। স্পেনের বিরুদ্ধে বেঞ্চ থেকে উঠে এসে পার্থক্য গড়ে দিলেন নিকলাস ফুলক্রুগ।(ছবি:টুইটার)
5 / 5
ফুলক্রুগের ডাক নাম লুকে। জার্মান ভাষায় যার অর্থ ফাঁকা। সামনের সারির দাঁতে ফাঁক থাকায় সতীর্থরা তাঁকে 'লুকে' নামে ডাকেন। ব্রেমেনের বিরুদ্ধে অনুশীলনের সময় সতীর্থর সঙ্গে সংঘর্ষে কপাল ফুটো হয়ে একটি দাঁত বসে গিয়েছিল। গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন। (ছবি:টুইটার)