Nirjala Ekadashi 2023: সেরার সেরা এই একাদশী! লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে আজই বাড়িতে আনুন এই ৫ জিনিস
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 31, 2023 | 4:04 PM
Auspicious Things: কথিত আছে, এই উপবাস পালন করলে ২৪টি একাদশীর পুণ্য পাওয়া যায়। শাস্ত্র মতে, এই দিনে বিশেষ কিছু জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
1 / 10
অন্য সব একাদশীর মধ্যে সবচেয়ে সেরা হল এই নির্জলা একাদশী। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর মাহাত্ম্য রয়েছে, তবে নির্জলা একাদশী হল অন্যতম।
2 / 10
মহাভারতের কাহিনি অনুসারে, পঞ্চ পাণ্ডবের ভীম নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। তাই এই একাদশীর অপর নাম ভীম একাদশী। এবছর শ্রেষ্ঠ নির্জলা একাদশী পালিত হচ্ছে ৩১ মে।
3 / 10
হিন্দু পুরাণ অনুযায়ী, নির্জলা একাদশীর তিথিতে ভগবান বিষ্ণুকে ভক্তিভরে পুজো করা হয়ে থাকে। পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব হয়।
4 / 10
শুধু তাই নয়, নির্জলা একাদশীর দিন তুলসীরও পুজো করা হয়ে থাকে। মনে করা হয়, বছরের সব একাদশী ব্রত পালন করা না হলেও এই একাদশীর দিন কখনও মিস যেন না করা হয়।
5 / 10
কথিত আছে, এই উপবাস পালন করলে ২৪টি একাদশীর পুণ্য পাওয়া যায়। শাস্ত্র মতে, এই দিনে বিশেষ কিছু জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
6 / 10
নির্জলা একাদশীতে গৃহে বা দোকানে একাদশী নারকেল স্থাপন করা শুভ বলে মনে করা হয়। এর প্রভাবে অর্থের কোনও অভাব হয় না। ব্যবসাও বিস্তার করা যায়।
7 / 10
নির্জলা একাদশীতে তুলসী গাছ ঘরে আনলে দেবী লক্ষ্মীও খুব খুশি হন। ঘরে আশীর্বাদ বর্ষিত হয়। যাঁরা প্রতিদিন তুলসীর পুজো করেন তাঁদের কখনও কোনও সংকট বা সমস্যা আসে না জীবনে। একাদশীর দিন ভুলেও তুলসীকে জল নিবেদন করবেন না।
8 / 10
কথিত আছে, বাড়িতে যদি ময়ূরের পালক থাকে সেখানে অশুভ শক্তি বিরাজ করে না। নির্জলা একাদশীতে ময়ূরের পালক বাড়িতে এনে পূজার স্থানে রেখে দিন। এর মাধ্যমে কালসর্পের ত্রুটিও হ্রাস পায়।
9 / 10
নির্জলা একাদশীর উপবাস সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। নির্জলা একাদশীতে কামধেনু গরুর মূর্তি ঘরে আনলে সুখ আসে। নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। সন্তান লাভের জন্য প্রতিদিন পুজো করা উচিত।
10 / 10
নির্জলা একাদশীর দিন কড়ি আনলে গৃহে শুভশক্তি ছড়িয়ে পড়ে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে অর্থ ও শস্যের ভাণ্ডার পূর্ণ হয়ে থাকে।