Photo Gallery: অবাক কাণ্ড! বিশ্বের সেরা ৩০০-তে নেই দেশের কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Sep 04, 2021 | 11:53 PM
Times World University Ranking 2022: বিশ্বব্যাপী বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে টাইমস হায়ার এডুকেশন বিশ্ব ব়্য়াঙ্কিং (Times World University Ranking 2022)।
1 / 5
বিশ্বব্যাপী বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে টাইমস হায়ার এডুকেশন বিশ্ব ব়্য়াঙ্কিং (Times World University Ranking 2022)। তাতে আশ্চর্যজনকভাবে বিশ্বের সেরা ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের যে তালিকা রয়েছে তার একটিতেও নেই ভারতের কোনও বিশ্ববিদ্যালয়।
2 / 5
ভারতের অন্য়তম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স জায়গা করে নিয়েছে ৩০১-৩৫০ মানদণ্ডে। ব়্য়াঙ্কিংয়ে ৩৫১ - ৪০০ এর মধ্য়ে আছে আইআইটি রোপার ও জেএসএস অ্য়াকাডেমি অফ হায়ার এডুকেশন অ্য়ান্ড রিসার্চ। গত বছরের মত এইবারও টাইমস হায়ার এডুকেশন বিশ্ব ব়্য়াঙ্কিং বয়কট করেছে বেশ কিছু আইআইটি।
3 / 5
আইআইটি দিল্লি, মুম্বই, কানপুর, গুয়াহাটি, রোরকি ও খড়গপুর এই ব়্য়াঙ্কিংয়ে অংশগ্রহণ থেকে বিরত ছিল অবশ্য । গত বছর এপ্রিল মাসেই বিশ্ব ব়্য়াঙ্কিং বয়কট করার কথা ঘোষণা করেছিল আইআইটি-গুলি। তাদের মতে এই ব়্য়াঙ্কিংয়ের স্বচ্ছতা নিয়ে যথেষ্ঠ প্রশ্ন রয়েছে।
4 / 5
কারণ, গত বছর সেরা ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই আইআইটিগুলির একটিও স্থান করতে পারেনি। তাই আইআইটি-গুলির মতে, এই ব়্য়াঙ্কিংয়ের জন্য় যে মাপকাঠি নির্ধারিত রয়েছে, তা যথাযথ নয়। আইআইটি-গুলি এই বিষয়ে টাইমস হায়ার এডুকেশন কর্তৃপক্ষের সঙ্গে দুটি বৈঠকও করেছে। কিন্তু সেখানে কোনও সমাধনসূত্র বের হয়নি।
5 / 5
সব মিলিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য়ে স্থান পেয়েছে ভারতের মোট ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান, যা সার্বিক ভাবে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। গত বছর ভারতের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান সেরা ১০০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য়ে স্থান পেয়েছিল।এই নিয়ে টানা ৬ বার বিশ্বের সেরা বিশ্ববিদ্য়ালয় নির্বাচিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়।