TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 07, 2022 | 9:49 AM
ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।
ফলে তাঁর কাতারে উপস্থিতির প্রতিটা ভিডিয়ো মুহূর্তে হয়ে উঠছে ভাইরাল। এর আগে সোশ্যাল মিডিয়ায় কখনও প্লাস্টিক সার্জারি কখনও আবার বোল্ড ফিগারকে নিয়ে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি।
এবার তাঁর পোশাক ঘিরে চর্চা তুঙ্গে। ফিপা ফ্যানফেস্টের শেষ রাতে স্টেজে আগুন ধরালেন নোরা। পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই তা পলকে ভাইরাল। যদিও তা ঘিরেও কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।
গোলাপি কভার গাউনে ফ্রেমবন্দি হওয়া মাত্রই নেটপাড়ার কমেন্ট, আমাদের একানে বিয়ের বাড়ি থেকে একটি টেন্ট চুরি হয়ে গিয়েছে। কেউ আবার লিখলেন, এই পরিমাণ কাপড়ে গোটা পরিবারের জামা তৈরি হয়ে যেত।
স্পষ্টই তাদের দাবি এটি বিউটিফুল লায়ার-কে কেন্দ্র করেই তৈরি। অনেক মিল রয়েছে উপস্থাপনার সঙ্গে। যদিও অন্য শ্রেণীর কথায়, এটা ফেসঅফ মাত্র। তবে শাকিরা-বেয়ন্সের ভিডিয়ো দেখে তেমনটা মনে হয় না।