TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 16, 2021 | 8:18 AM
মিনি ডেনিম স্কার্ট এবং ম্যাচিং শার্টে নোরা ফাতেহির সাম্প্রতিক ছবিগুলো দেখা যায়। অভিনেত্রী একটি গোলাপী রঙের চেহারা দেখিয়েছিলেন তাঁর নতুন সাজের মধ্যে দিয়ে।
নোরা ফাতেহি বেশিরভাগ সময়েই এমন পোশাক পরেন যা তাঁর কার্ভগুলো খুব নিখুঁতভাবে সবার সামনে উপস্থিত করে। এক্ষেত্রেও সেই প্রচলিত নিয়মের কোনও ব্যতিক্রম হল না।
তিনি একটি ডেনিম জ্যাকেট পরেছিলেন। যার সঙ্গে একটি ম্যাচিং স্কার্টও ছিল। যা তাঁর কার্ভগুলোকে একদম আঁকড়ে ধরে ছিল বলেই মনে হয়। তাঁর এই সাজ আবারও তাঁকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল।
এদিকে আবার নোরা ফাতেহি ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জড়িয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন বলেও শোনা যাচ্ছে।
নোরা ফাতেহিকে বৃহস্পতিবার ইডি ডেকেছিল। যেখানে তাঁকে টাকা পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তিনি জড়িত বলেই শোনা যাচ্ছে। নোরার তরফ থেকে একটি সরকারী বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে তিনি নিজেই প্রতারণার শিকার হয়েছেন।
২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় তাঁর নাম নিয়ে তৈরি হওয়া জল্পনা শেষ করতে শুক্রবার নোরা ফাতেহির দল একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিনেত্রী তদন্তে এজেন্সিকে সাহায্য করছেন।